শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬ এএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

চ্যাম্পিয়ন ও রানারআপ দলের বিতার্কিকদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা
চ্যাম্পিয়ন ও রানারআপ দলের বিতার্কিকদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সেজন্য ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা ও মননের মাধ্যমে জুলাই বিপ্লবের কমিটমেন্ট রক্ষা করতে হবে। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা মিলনায়তনে মেধা ও মনন উৎসব-২০২৫’ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গত ১৫ বছরে ৭০০-এর বেশি মানুষকে গুম করেছে ফ্যাসিস্ট সরকার, বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে। এই ফ্যাসিস্টের পতন ঘটাতে জুলাই বিপ্লবে জীবন দিতে হয়েছে অসংখ্য ছাত্র-জনতাকে। আর কোনো শক্তি যেন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য যে কোনো ধরনের দুর্নীতি, গণতন্ত্রবিরোধী, সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, সহকারী কমিশনার সিরাজুস সালিহিন ও শৈলকূপা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা ও মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানা।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে অর্জিত সুফল ধরে রাখতে হবে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশকে অস্থিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। পতিত আওয়ামী সরকার ডাকাততন্ত্র কায়েমের মাধ্যমে আইন-বিচার, নির্বাচন, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনসহ সব প্রাতিষ্ঠানিক কাঠামো অকার্যকর করে দিয়েছিল। বিগত আওয়ামী সরকার শিক্ষাকে পাঠমুখী না করে কোচিংমুখী করেছে। অটোপাশের সংস্কৃতি চালু করে মেধার মূল্যায়ন থেকে বঞ্চিত করেছে শিক্ষার্থীদের। শিক্ষা এখন পাঠমুখী নয়, পরীক্ষামুখী।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে চার ধারার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিদ্যমান। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন এবং মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষার আবার বিভিন্ন ধরন রয়েছে। যেমন- আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। ক্লাসে পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে রান্না শেখানো শুরু করেছিল বিগত সরকার। এটা শুধু বোকামিই ছিল না, ছিল অন্যায়। যা নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা, সমালোচনা ও হাসি ঠাট্টা। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের শিক্ষার মান ১৩৮টি দেশের মধ্যে ১২৩তম। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন আমাদের শিক্ষাব্যবস্থা।

মেধা ও মনন উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক প্রতিযোগিতায় শৈলকূপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে কাঁচের কোল মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে কাঁচেরকোল মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সাউদা ইসলাম তিসনী। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

ভারত-বাংলাদেশ নারী সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

ঢাবির জসীম উদ্দীন হলের একই রুম থেকে বিসিএস ক্যাডার হলেন ইমতিয়াজ-জাকির 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড / এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে : শশী থারুর

সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১০

শীতে গরম পানি পান করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

১১

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

১২

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

১৩

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

১৪

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

১৫

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

১৬

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৭

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

১৮

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

১৯

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

২০
X