চাকরির বয়স দুই মাস না পেরোতেই সাতক্ষীরার কলারোয়ার কৃষি উপসহকারী কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত সুশান্ত বিশ্বাস (২৫) খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৯ আগস্ট) রাতে কলারোয়ার কলাগাছি মোড় এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গত দুই মাস পূর্বে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে কৃষি উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন বলে জানা গেছে।
কলারোয়া থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, ব্যক্তিগত জীবনে ওই কর্মকর্তা অবিবাহিত ছিলেন। বিকেলে তার মাকে কিছু টাকা দিয়ে বাজার করতে পাঠায় সে। এরপর রাতে তিনি বাসায় এলে ঘরের ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান।
অনেক ডাকাডাকি করলেও সুকান্ত দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
মৃতের মা কাজল রানী বিশ্বাস জানান, তার ছেলে সবসময় বিষণ্নতায় ভুগত এবং চাকরি করতে ভালো লাগছে না বলে হতাশাগ্রস্ত ছিল।
কলারোয়া থানার ওসি জানান, এ ব্যাপারে রোববার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন