পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু

২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে। ছবি : কালবেলা
২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে। ছবি : কালবেলা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। ২২ দিন বন্ধ থাকার পর বোল্ডার পাথর আমদানি শুরু হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বোল্ডার পাথর আমদানি শুরু করে।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি বুড়িমারী স্থলবন্দর ও চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় পাথরের বাজারমূল্য এবং ব্যবসায়িক পরিবেশ পর্যালোচনা করে রপ্তানি ও আমদানি পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও দাম পুনর্নির্ধারণ হয়নি, তবে বাজার পরিস্থিতি অনুযায়ী দাম নির্ধারণে উভয়পক্ষ একমত হয়। পাথরের দাম নির্ধারণ ও বাজার পর্যবেক্ষণের জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

জানা গেছে, বোল্ডার পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রাখে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য ডলার বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের সঙ্গে চিঠি আদান-প্রদান করে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা বর্ডারে গিয়ে অনানুষ্ঠানিকভাবে ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জানিয়ে এসেছি তারা পাথর নিজ নিজ আমদানিকারকের সঙ্গে কথা বলে চালু করে দেবে। তাদের গাড়ির কোনো সমস্যা হবে না। আমি মনে করি আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমানোর সেটা প্রায় শতভাগ সফল হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। আমরা একটা বাজার মনিটরিং কমিটি করেছি, তারা বাজারটা মনিটরিং করবে। আজকে দুপুরের পর থেকেই বোল্ডার পাথর আমদানি শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১০

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১১

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১২

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৩

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৪

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৫

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৬

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৭

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

১৯

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

২০
X