তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সাত মাস ধরে বন্ধ সীমান্ত হাট

শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাটটি সাত মাস ধরে বন্ধ। ছবি : কালবেলা
শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাটটি সাত মাস ধরে বন্ধ। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহিদাবাদ-নলিকাটা বর্ডার (সীমান্ত) হাটটি সাত মাস ধরে বন্ধ রয়েছে। হাটটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাটের কার্ডধারী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। উপজেলার একমাত্র সীমান্ত হাটটি অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানায়, তাহিরপুর উপজেলার একমাত্র বর্ডার হাট শাহিদাবাদ-নলিকাটা। গত আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এই বর্ডার হাটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বর্ডার হাটের ব্যবসায়ীরা সবাই বেকার হয়ে পড়েছেন এবং তারা কষ্টে দিনাতিপাত করছেন।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এবং ভারতের মেঘালয় ওয়েস্ট খাসি হিলসের ঘোমাঘাট সংলগ্ন নলিকাটা এলাকায় সীমান্তের জিরো লাইন ঘেঁষে শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাটটি গড়ে উঠেছে। ২০১৮ সালে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক প্রসারের লক্ষ্যে দুই দেশের মধ্যে বর্ডার হাট নির্মাণের একটি চুক্তি হয়। পরে ২০২৩ সালের ২৪ মে এই বর্ডার হাটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ৭৫ ফুট দৈর্ঘ্য এবং গ্রন্থের এই বর্ডার হাটের চারপাশে কাঁটাতারের বেড়া ও উভয় দিকে দুটি গেট রয়েছে।

জানা যায়, বর্ডার হাটের ৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা জনগণ এই হাটে পণ্য কেনাবেচা করতে পারেন। পাঁচ কিলোমিটারের বাইরের লোকজনকে হাটে প্রবেশ ও কেনাকাটা করতে বর্ডার হাট পরিচালনা কমিটির অনুমতি নিতে হয়।

সপ্তাহের প্রতি বুধবারে শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাটে কেনাবেচা হতো। এই হাটে নির্দিষ্ট কার্ডধারী ছাড়া অন্য কেউ কেনাকাটা করতে পারেন না। প্রশাসনের অনুমতি নিয়ে পর্যটক হিসেবে কেনাকাটা করার সুযোগ রয়েছে। হাটে উভয় দেশের ব্যবসায়ীদের জন্য ২৫টি করে দোকান বরাদ্দ আছে এবং উভয় দেশের ৫৪০ জন করে কার্ডধারী ক্রেতা আছেন। কোনো ক্রেতা ২০০ মার্কিন ডলারের বেশি দামের পণ্য কেনাকাটা করতে পারেন না। এ ছাড়া ২০০ ডলার অর্থে এককভাবে কোনো পণ্য কেনা যেত না, পাঁচটি পণ্য কিনতে হতো।

শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাটের কার্ডধারী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ছয় মাস ধরে বর্ডার হাট বন্ধ থাকার কারণে তারা পরিবার-পরিজন নিয়ে অসুবিধায় রয়েছেন। হাটটি দ্রুত চালু করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, হাটটি চালু থাকা অবস্থায় সীমান্তের ওপারের (ভারত) বাসিন্দাদের কাছে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। প্রতি হাটবারে বাংলাদেশের অনেক কোম্পানির মালপত্র হাটে উপচে পড়ত। বিকেল ৪টা বাজার আগেই সব প্লাস্টিক পণ্য বিক্রি করে ফেলতেন ব্যবসায়ীরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাট পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হাসেম জানান, এটি দুই দেশের রাষ্ট্রীয় বিষয়। বর্ডার হাটটি কবে চালু হবে- এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। হাটটি চালুর বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

টিভিতে আজকের খেলা

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

০১ মে : আজকের নামাজের সময়সূচি

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

১০

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

১১

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

১৩

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

১৪

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১৫

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১৬

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১৭

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

১৮

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

১৯

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

২০
X