জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক হত্যা : মামলা তুলে নিতে বাদীকে হুমকি যুবলীগ নেতার

শরীয়তপুরের জাজিরার শিক্ষক রুবিনা আক্তার রুমা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরার শিক্ষক রুবিনা আক্তার রুমা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরার শিক্ষক রুবিনা আক্তার রুমা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পরিবার, স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মামলা তুলে নিতে আসামিরা বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। নিহত রুবিনা রায়েরকান্দি এলাকার মৃত মনির উদ্দিন হাচেন মুন্সীর মেয়ে।

এ সময় রুবিনার বড় ভাই সামসুল হক, ভগ্নিপতি মান্নান সিকদার, স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন মল্লিক, স্থানীয় পতাই মাদবরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, বড়মূলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বিকেলে কাগজপত্র ফটোকপি করতে জাজিরা বাজারে যান। রাতে বাড়ি না ফিরলে ২৩ সেপ্টেম্বর বড় ভাই সামসুল হক জাজিরা থানায় সাধারণ ডায়েরি করেন। ২৫ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশের বাঁশবাগান থেকে রুবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল মাদবর ওরফে তমি কামাল (৪৭), মেহেদী হাসান (২৬), রাসেল মাদবর (৩৪), সজীব মাদবর (৩৩) ও রাকিব শাহকে (২৭) আসামি করে মামলা হয়। পুলিশ কামাল ও মেহেদিকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই দুই যুবলীগ নেতা জামিনে আছেন। বাকিরা পলাতক।

জানা যায়, যুবলীগ নেতা কামাল মাদবরের সঙ্গে রুবিনার সম্পর্ক ছিল। রুবিনার ব্যাংক বীমাসহ সব আর্থিক লেনদেনের সঙ্গে কামাল জড়িত ছিলেন। কামালের কাছে টাকা পেতেন রুবিনা। পরে একই উপজেলার এক ইতালি প্রবাসীর সঙ্গে রুবিনার বিয়ে হয়। একপর্যায়ে কামালের কাছে টাকা ফেরত চান রুবিনা। এতে ক্ষিপ্ত হয়ে রুবিনাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে কামাল ও তার লোকজন।

রুবিনার ভাই সামসুল হক বলেন, কামালের নির্দেশে মেহেদী, সজীব, রাসেল, রাকিব মিলে আমার বোনকে নির্যাতনের পর হত্যা করে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। মেহেদী আদালতে হত্যার কথা স্বীকারও করেছেন। এখন মামলা তুলতে আসামিরা আমাদের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দাবি করছি।

হাইকোর্টে বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান বলেন, বিবাদী পক্ষ পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিল। সেই রিট গত আগস্টে খারিজ করেন হাইকোর্ট। এখন মামলার পরবর্তী কার্যক্রম জেলার নিম্ন আদালতে পরিচালিত হবে। শরীয়তপুরের সেশন জজকে দুই মাসের মধ্যে এ মামলায় আগে পুলিশের দেওয়া চার্জশিট বহাল থাকা কিংবা পুনঃতদন্ত হওয়ার বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জাজিরা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিএম এনামুল হক বলেন, আমাদের সহকর্মী রুবিনা আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আশা করি, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসিতে ঝোলানো হবে।

নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চের আহবায়ক জামাল মাদবর কালবেলাকে বলেন, রুবিনা আক্তার হত্যার ৬ বছর চলে গেল। এখনো চাঞ্চল্যকর হত্যার বিচার হলো না। আশা করি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দৃষ্টান্ত স্থাপণে পদক্ষেপ নেওয়া হবে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, যতটুকু জানি মামলাটি আদালতে বিচারাধীন। মামলার ব্যাপারে আদালত যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী আমরা কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

১১

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

১২

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

১৩

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

১৪

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

১৫

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের র‍্যালি 

১৬

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

১৭

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

১৮

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

১৯

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

২০
X