শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নোমানের জীবন কেটেছে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে’

বাঁ থেকে আব্দুল্লাহ আল নোমান ও গোলাম আকবর খোন্দকার। ছবি : কালবেলা
বাঁ থেকে আব্দুল্লাহ আল নোমান ও গোলাম আকবর খোন্দকার। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেছেন, আব্দুল্লাহ আল নোমানের দীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে কেটেছে।

বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সবার প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আব্দুল্লাহ আল নোমান ছিলেন এক অসাধারণ দেশপ্রেমিক, আপোষহীন রাজনৈতিক নেতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন অক্লান্ত সৈনিক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে তিনি ছিলেন অটল এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসে অবিচল। মন্ত্রী হিসেবে দেশ ও জাতির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।’

তিনি বলেন, ‘জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছেন, যার প্রভাব আজও বিদ্যমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি একজন সংগঠক হিসেবে অসামান্য ভূমিকা রেখেছিলেন, যা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন জনমানুষের নেতা- প্রাজ্ঞ, সৎ, বিনয়ী ও নিরহংকারী। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাঁর লড়াই কখনো থেমে থাকেনি। আজ তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

এদিকে, বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, সজ্জন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আবদুল্লাহ আল নোমান সর্বমহলে সমাদৃত ছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধ ও যেকোন সংকটময় জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা ছিল অপরিসীম।

শোকবার্তায় হাছান মাহমুদ বলেন, ভিন্ন আদর্শের রাজনীতি করলেও নোমান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। দেশের রাজনীতিতে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার জন্য ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে নোমানের ভাইয়ের সঙ্গে রাজপথে সক্রিয় থাকার দিনগুলো এখনো স্মৃতিতে অমলিন। দেশের তথা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে নোমান ভাইয়ের চিন্তাভাবনা, পরিকল্পনা ছিল অনুসরণীয়। দলীয় গন্ডি পেরিয়ে চট্টগ্রামের উন্নয়নে তিনি সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করেছিলেন। সকল মত ও ধর্মের মানুষের জন্য তার দরজা সবসময় খোলা ছিল। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X