যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

যশোরের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালায় প্রশাসন। ছবি : কালবেলা
যশোরের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালায় প্রশাসন। ছবি : কালবেলা

রমজান ঘিরে যশোরের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত বাজার তদারকিসহ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই যশোরে বাজার তদারকি করছে প্রশাসন। রমজানে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ও যাতে দাম বেশি না নেওয়া হয় এ জন্য মাঠে রয়েছে প্রশাসন।

ব্যবসায়ীদের সতর্ক করে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করলে, কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ, উপস্থাপন ও সরবরাহ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কৃষি বিপণন আইন ২০১৮ ও কৃষি বিপণন বিধিমালা ২০২১-এর বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা টাস্কফোর্স কমিটি কঠোর অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘পণ্য উৎপাদনের পর খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পণ্যের দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়ে যায়। এর প্রধান কারণ সিন্ডিকেট ও চাঁদাবাজি। তাই সরবরাহ লাইনে কেউ সিন্ডিকেট, চাঁদাবাজি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে বাজার মনিটরিংয়ের সঙ্গে ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। গোডাউনে পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পণ্যের ভেজাল বা কৃত্রিম রঙ ব্যবহারে কঠোর থাকবে জেলা প্রশাসন। আসন্ন ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে কাপড়, প্রসাধনী ও বিদেশি পণ্য ঢোকার ক্ষেত্রে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সদস্য সচিব ও জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানিয়েছেন, রমজানে অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত বাজার তদারকিসহ অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক করে এবং ভোক্তাদের সচেতন করে প্রচারণার পাশাপাশি নিয়মিত তদারিক এবং আইন লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১০

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১১

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১২

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৩

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৪

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৫

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৬

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৭

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৮

বিজয় থালাপতি এখন বিপাকে

১৯

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

২০
X