জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবুর চড়া দাম নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ, সেই বাজারে অভিযান

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইকারি ও খুচরা পর্যায়ে অভিযান। ছবি : কালবেলা
সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইকারি ও খুচরা পর্যায়ে অভিযান। ছবি : কালবেলা

রোজার শুরুতেই সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইকারি ও খুচরা পর্যায়ে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে লেবুর দাম। সাধারণত রোজার সময় এ পণ্যের চাহিদা বেশি থাকে। এ ছাড়া বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এ নিয়ে দৈনিক কালবেলায় ‘জগন্নাথপুরে লেবুর হালি ২০০ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে রোববার (০২ মার্চ) বিকেলে বাজার মনিটরিংয়ের আওতায় ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সা-আধের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সবজি বাজার, ব্রয়লার ও সোনালি মুরগির দোকান মনিটরিং করা হয়। পরে মূল্যতালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের মুদি দোকান ও সবজির বাজার মনিটরিং করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সা-আধ বলেন, মূলত লেবুর দাম বেশি রাখা হচ্ছে। তাই ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। নন ব্র‍্যান্ডের তেল বাজারে রয়েছে। তবে বোতলজাত অন্যান্য ব্র্যান্ডের তেল না থাকলেও রুপচাদার দুই লিটারের তেল রয়েছে। যে কোনো ধরনের কৃত্রিম সংকট না তৈরির জন্য সতর্ক করা হয়।

তিনি বলেন, সবজি বাজারে চড়া দামে লেবু বিক্রি হচ্ছে এমন খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৩টি দোকানকে জরিমানা করা হয়। মূল্য তালিকার চেয়ে অস্বাভাবিক দামে বিক্রি হলে গ্রাহকদের ভিডিও করে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১ মার্চ) জগন্নাথপুর বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি লেবু ছোট আকারের ১৬০-১৮০ টাকা, মাঝারি আকারের ২০০ টাকা। আর বড় আকারের লেবু ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য সবজি কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বেড়েছে মাংসের দামও। সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার ২০০ থেকে ২২০ টাকা। লাল মোরগ ৬০০ থেকে ৬৫০ টাকা। এদিকে, ভোজ্যতেলের তীব্র সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফজলু মিয়া নামের এক ক্রেতা বলেন, রোজার একদিন আগেই বাজারে যেন আগুন লেগেছে। সয়াবিন তেল বাজার থেকে উধাও। আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।

সবজি ব্যবসায়ী শেরন ভাণ্ডারি বলেন, লেবুর সংকট থাকায় আড়তদার থেকে বেশি দামে কিনতে হয়েছে। এর মধ্যে যাতায়াত খরচ রয়েছে। এজন্য লেবুর দাম একটু বেশি। তবে অন্যসব সবজির দাম বাড়েনি।

পাইকারি বিক্রেতা রমিজ আলী বলেন, আমাদের কাছ থেকে কম দামে কিনে আড়তদাররা বেশি দামে বিক্রি করে। সে জন্য দাম বেড়ে যায়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছুদিন ধরে সভা ও মাইকিংয়ে ব্যাপক প্রচার করছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার তদারকি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১০

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১১

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১২

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

১৩

জাবিতে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক

১৪

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

১৫

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১৬

ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই অকৃতকার্য

১৭

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

১৮

সবচেয়ে বেশি ও কম ভোটার কোন কোন আসনে

১৯

ভেনেজুয়েলা পরিচালনা নিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ

২০
X