রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০২:২০ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা

রংপুরে পার্ক নিমার্ণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সেই পার্কের মালিক। তবে পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে তার ভাই জমি দখলের অভিযোগ তুলেছেন।

সোমবার (০৩ মার্চ) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের নেতৃত্বে এক লাখ টাকা নগদ ও প্রতিদিন বিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু টাকা না দিয়ে চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাকে ফোনে প্রতিনিয়ত ভয় ভীতি প্রদান করছেন। নিরাপত্তা শঙ্কায় ওই নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এর আগে গতকাল চাঁদাবাজির অভিযোগ ওঠা বৈষম্যবিরোধী নেতার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন আজহারুল ইসলাম ভূঁইয়া নামে এক ব্যক্তি। তিনি পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার ভাই। তার অভিযোগ, ওই পার্কে তার ৪ একর ৫৯ শতাংশ জমি আছে। জমিটি দীর্ঘদিন তার দখলে থাকলেও ২০১৯ সালে তার ভাই আতিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম গং জাল রিটের মাধ্যমে তার ৪ একর ৫৯ শতক জায়গা দখল করে। আদালত জমির ওপরে ১৪৪ ধারা জারি করেন।

আজহারুল ইসলাম দাবি করেন, তিনি ও তার স্ত্রীর জাল স্বাক্ষরে ওই জমির লিজ চুক্তি কাগজ বানিয়েছে। এটা পরবর্তীতে সিআইডির তদন্তে জালিয়াতি প্রমাণিত হয়। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তার ভাইয়েরা জমি থেকে বালু উত্তোলন করে আসছে।

তবে আতিকুল ইসলাম বলেন, এই মামলার রায়ে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। রায়ের বিরুদ্ধে তার ভাই আপিল করেছেন। ওই পার্ক এলাকা ঘিরে দীর্ঘদিন থেকে বালু তুলে বিক্রি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইকো পার্ক মৎস্য চাষের জন্য পুকুর খনন করা হয়েছে। অবৈধভাবে কারও জমি থেকে বালু উত্তোলন করা হয়নি।

পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে নাহিদ হাসান খন্দকারের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি মিডিয়াতে কথা না বলতে সংগঠনের নির্দেশনা দেওয়া আছে বলে জানান।

মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সংগঠন থেকে তাকে মিডিয়ায় বক্তব্য দিতে নিষেধ করেছে। এ বিষয়ে প্রেস রিলিজে জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

১০

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

১১

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

১২

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

১৩

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১৪

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১৫

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১৬

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৭

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৮

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৯

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

২০
X