রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০২:২০ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা

রংপুরে পার্ক নিমার্ণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সেই পার্কের মালিক। তবে পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে তার ভাই জমি দখলের অভিযোগ তুলেছেন।

সোমবার (০৩ মার্চ) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের নেতৃত্বে এক লাখ টাকা নগদ ও প্রতিদিন বিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু টাকা না দিয়ে চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাকে ফোনে প্রতিনিয়ত ভয় ভীতি প্রদান করছেন। নিরাপত্তা শঙ্কায় ওই নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এর আগে গতকাল চাঁদাবাজির অভিযোগ ওঠা বৈষম্যবিরোধী নেতার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন আজহারুল ইসলাম ভূঁইয়া নামে এক ব্যক্তি। তিনি পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার ভাই। তার অভিযোগ, ওই পার্কে তার ৪ একর ৫৯ শতাংশ জমি আছে। জমিটি দীর্ঘদিন তার দখলে থাকলেও ২০১৯ সালে তার ভাই আতিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম গং জাল রিটের মাধ্যমে তার ৪ একর ৫৯ শতক জায়গা দখল করে। আদালত জমির ওপরে ১৪৪ ধারা জারি করেন।

আজহারুল ইসলাম দাবি করেন, তিনি ও তার স্ত্রীর জাল স্বাক্ষরে ওই জমির লিজ চুক্তি কাগজ বানিয়েছে। এটা পরবর্তীতে সিআইডির তদন্তে জালিয়াতি প্রমাণিত হয়। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তার ভাইয়েরা জমি থেকে বালু উত্তোলন করে আসছে।

তবে আতিকুল ইসলাম বলেন, এই মামলার রায়ে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। রায়ের বিরুদ্ধে তার ভাই আপিল করেছেন। ওই পার্ক এলাকা ঘিরে দীর্ঘদিন থেকে বালু তুলে বিক্রি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইকো পার্ক মৎস্য চাষের জন্য পুকুর খনন করা হয়েছে। অবৈধভাবে কারও জমি থেকে বালু উত্তোলন করা হয়নি।

পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে নাহিদ হাসান খন্দকারের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি মিডিয়াতে কথা না বলতে সংগঠনের নির্দেশনা দেওয়া আছে বলে জানান।

মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সংগঠন থেকে তাকে মিডিয়ায় বক্তব্য দিতে নিষেধ করেছে। এ বিষয়ে প্রেস রিলিজে জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

১০

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

১১

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

১২

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

১৩

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

১৪

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

১৫

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

১৬

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

১৭

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

১৮

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

১৯

বিএনপি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে : সালাহউদ্দিন

২০
X