টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল শুরু। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল শুরু। ছবি : কালবেলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সেনাবাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ-২ এর যৌথ হস্তক্ষেপে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে বকেয়া বেতনসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কর্মরত থাকলেও তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়ে গোপনে কারখানা ত্যাগ করেন। পরদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর ঈদ সামনে আসলেই মালিক আমাদের বেতন নিয়ে সমস্যা করে। প্রতিবারই মালিকপক্ষ আশ্বাস দেয়, কিন্তু কোনো সমাধান হয় না। এবার আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

অপর এক শ্রমিক নাসিমা বেগম বলেন, প্রয়োজনে নিজেদের জীবন দেবো, তবু আমাদের দাবি থেকে সরে যাবো না। সেনাবাহিনী ও পুলিশকে সম্মান জানিয়ে আমরা রাস্তা থেকে সরে এসেছি, কিন্তু তারা যদি আমাদের কোনো সমাধান না দেয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করবো।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর ওসি ইসমাইল হোসেন বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে। বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১০

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১১

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১২

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১৩

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১৪

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৫

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৬

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১৭

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১৮

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১৯

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

২০
X