যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার বুইকারা গ্রামে এবং বেলা ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে ডুবে তারা মারা যায়।

রুকসানা (১০) উপজেলার বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং আরিয়ান হোসেন (দেড় বছর) মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুরে রুকসানা কয়েক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় ৩০ মিনিট পর জরুরি বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হত না। চিকিৎসকের কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করছি।

এ দিকে রুকসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে বুইকারা এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের চেষ্টা করে। এ সময় অভয়নগর ইউএনও, অভয়নগর থানার ওসি উপস্থিত হন। বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে হাসপাতাল ভাঙচুর ও মারপিটের ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

অপরদিকে আরিয়ান হোসেনের নানা সেলিম বিশ্বাস বলেন, আরিয়ান আমাদের বাড়ির পাশে আব্দুল হাকিমের পুকুর পাড়ে খেলা করছিল। কিছু সময় পর আমার স্ত্রীর চিৎকারে জানতে পারি আরিয়ান পুকুরে ভাসছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। চিকিৎসকের অবহেলায় রুকসানা নামে রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। তারপরও সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের মারধর এড়াতে ওসি সাহেবর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা হাসপাতালে রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১০

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১১

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১২

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৩

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৪

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৫

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৬

বিজয় থালাপতি এখন বিপাকে

১৭

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৮

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৯

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

২০
X