সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিলবোর্ডে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে’

গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বিলবোর্ডে আ.লীগ ফেরার বার্তা। ছবি : কালবেলা
গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বিলবোর্ডে আ.লীগ ফেরার বার্তা। ছবি : কালবেলা

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ করেই ভেসে উঠল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’। সোমবার (১৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী সদর হাসপাতাল মসজিদে তারাবি নামাজ চলাকালে রাত ৯টার দিকে এ লেখা ভেসে ওঠে। লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। মুহূর্তে খবরটি জেলা শহরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা সমন্বয়ক আরাফাত হোসেন, সদস্যসচিব সোহাহিল মাহাদিনসহ অন্যরা এসে উপস্থিত হন।

তারা ক্লিনিকে ঢুকে কর্মরত নার্সদের সঙ্গে কথা বলার মুহূর্তে কর্তব্যরত ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্বে থাকা একজন বিলবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তী সময়ে ছাত্র সমন্বয়করা ক্লিনিকের ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকসহ পুলিশের একটি দল। তারা ক্লিনিকটির গেট খুলে কর্তব্যরত ডা. নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ সময় বিলবোর্ডটি জব্দ করা হয়।

ওসি শামিনুল হক বলেন, আকস্মিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, অধিকতর তদন্তের স্বার্থে নয়ন মজুমদারকে আমরা নিয়ে যাচ্ছি।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের বিলবোর্ডটি ওয়াইফাই কানেক্টেড। এটি হ্যাক করা যায়। আমরা হাসপাতালের বিলবোর্ডটি জব্দ করেছি এবং এখানে দায়িত্বরত চিকিৎসক নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি। আমরা যাচাই-বাছাই করে দেখব এটি হ্যাক করা যায় কিনা। যদি এটি পরিকল্পিত হয়ে থাকে তাইলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। অযথা কাউকে হয়রানি করা হবে না।

উল্লেখ্য, খুলনা রোডের মোড়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি গত ১০-১২ দিন আগে চালু করা হয়েছে। এ কারণে এখনো সেখানে কোনো রোগী ভর্তি হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ একে ডিজিটাল বিলবোর্ড হ্যাকিং বলে সন্দেহ করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলেও মনে করছেন। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

১০

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

১১

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৩

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

১৪

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

১৫

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১৬

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১৭

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১৮

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

১৯

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

২০
X