

কুড়িগ্রামের রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ইউপি সদস্য ফজলুল হককে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজুলল হক উপজেলার কোদালকাটি ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
জানা গেছে, চাঁদাবাজি জামায়াতের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্ষতি, চুরি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা জামায়াতের অফিস কার্যালয়ের অফিস সহায়ক আজহার আলী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০-২০০ জনের নামে রাজিবপুর থানায় মামলা করেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, এ মামলায় যুবলীগ নেতা ইউপি সদস্য ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আগামীকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন