কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে অরক্ষিত লেভেল ক্রসিং, ঝুঁকি নিয়েই চলাচল

রংপুরে লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। ছবি : কালবেলা
রংপুরে লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। ছবি : কালবেলা

রংপুরের কাউনিয়ায় রেলের অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়েই চলছে পারাপার। রেলওয়ের হিসেব মতে ১২টি ক্রসিংয়ের কথা বলা হলেও এর সংখ্যা আরো বেশি।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন কাউনিয়া জংশন ষ্টেশন দিয়ে ১০ টি আন্তঃনগর ট্রেনসহ মোট ২৮টি ট্রেন চলাচল করছে। নিরাপদ ও আরামদায়ক যাত্রা হওয়ায় রেলে যাতায়তের চাহিদা বেশি কিন্তু রেল ভ্রমনে এই রুটে ট্রেন যাতায়াতে রংপুর থেকে কাউনিয়া পথেই সড়কে অন্তত ১২টি ক্রসিং এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। লেভেল ক্রসিংগুলোর রাস্তা দিয়ে দিনে ও রাতে বিভিন্ন যানবাহন, মানুষ ও গবাদী পশু চলাচল করলেও পাহারাদার বা গেটম্যান। কিছু স্থানে সাইনবোর্ড দিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ আমলে নির্মীত ঐতিহ্যবাহী কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন উত্তর জনপদের অন্যতম রেল যোগাযোগ জনপ্রিয় মাধ্যম। এ মাধ্যমে রেলপথে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ রংপুর বিভাগের প্রায় আট জেলার মানুষ ঢাকা ছাড়াও দেশের নানা প্রান্তে যাতায়াত করে থাকেন।

কাউনিয়ার বিভিন্ন এলাকা সরেজমিন ঘড়ে দেখা যায়, জংশনের আওতায় সড়কগুলোর ১২টি লেভেল ক্রসিংয়ের কোনোটিতে গেট নেই। যেগুলোতে আছে, সেগুলোও চলছে জোরাতালি দিয়ে। জংশন স্টেশন থেকে মীরবাগ হয়ে রংপুর স্টেশন পর্যন্ত কাউনিয়া তকিপল বাজার, গের্দ্দো বালাপাড়াা, সাব্দী মৌলটারি, শহীদবাগ বাজার, বল্লভ বিষু, সাধু রেল গেট, মীরবাগ বিজলের ঘুন্টি লেভেল ক্রসিং, কাউনিয়া থেকে অন্নদানার স্টেশন যেতে রেল কলোনি ও পশ্চিম কেবিন, কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থানা রোড, গোপাতী মজির গেট, কুটির পাড় ক্রসিং, কাউনিয়া থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম স্টেশন যেতে পূর্ব কেবিন কুলিপড়া ও পাঞ্জরভাঙ্গা বাধের রাস্তার ক্রসিংয়ে গোটম্যান পাওয়া যায়নি। ফলে ঝুঁকি নিয়েই মান ও মানুষকে এসব ক্রসিং পার হতে হচ্ছে।

কাউনিয়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, ষ্টেশনে ৪১ জন জনবলের বিপরীতে চুক্তিভিত্তিকসহ ২৮ জন দায়িত্ব পালন করছেন। জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে। একাধিকবার বার জানালেও কোন কাজ হয়নি।

রেলওয়ে সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলী রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ডিভিশনের ১ হাজার ৫৬৮ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে ১ হাজার ৪২৩টি, যার মধ্যে ১৭১টিই অবৈধ। এই সংকটও পূরণ করছে না কর্তৃপক্ষ।

তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু জানান, এসমব রাস্তা দিয়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যাতায়ত করে থাকে কিন্তু রেল ক্রসিংগুলোতে গেটম্যান না থাকায় দুর্ঘটনার প্রবনতা বাড়ছে। দ্রুত এর সমাধান করা প্রয়োজন তা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পাড়ে।

লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন জানান, ইতিমধ্যেই ঢাকা থেকে গেটম্যান নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব গেটম্যান নিয়োগ করা হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, রেলের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। রেল ক্রসিং ঘেঁষে অবৈধ দোকানপাটসহ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, গেটম্যানদের স্থায়ী করার কাজ চলছে এবং লেভেল ক্রসিংগুলোর গেট মেরামতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে গেট স্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১২ ঘণ্টা পর শাবিপ্রবি উপাচার্য মুক্ত 

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেষ মুহূর্তে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির আরও এক প্রার্থী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

১০

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

১১

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

১২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

১৩

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

১৪

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

১৫

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

১৬

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১৭

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১৮

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১৯

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

২০
X