বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে অরক্ষিত লেভেল ক্রসিং, ঝুঁকি নিয়েই চলাচল

রংপুরে লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। ছবি : কালবেলা
রংপুরে লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। ছবি : কালবেলা

রংপুরের কাউনিয়ায় রেলের অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়েই চলছে পারাপার। রেলওয়ের হিসেব মতে ১২টি ক্রসিংয়ের কথা বলা হলেও এর সংখ্যা আরো বেশি।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন কাউনিয়া জংশন ষ্টেশন দিয়ে ১০ টি আন্তঃনগর ট্রেনসহ মোট ২৮টি ট্রেন চলাচল করছে। নিরাপদ ও আরামদায়ক যাত্রা হওয়ায় রেলে যাতায়তের চাহিদা বেশি কিন্তু রেল ভ্রমনে এই রুটে ট্রেন যাতায়াতে রংপুর থেকে কাউনিয়া পথেই সড়কে অন্তত ১২টি ক্রসিং এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। লেভেল ক্রসিংগুলোর রাস্তা দিয়ে দিনে ও রাতে বিভিন্ন যানবাহন, মানুষ ও গবাদী পশু চলাচল করলেও পাহারাদার বা গেটম্যান। কিছু স্থানে সাইনবোর্ড দিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ আমলে নির্মীত ঐতিহ্যবাহী কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন উত্তর জনপদের অন্যতম রেল যোগাযোগ জনপ্রিয় মাধ্যম। এ মাধ্যমে রেলপথে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ রংপুর বিভাগের প্রায় আট জেলার মানুষ ঢাকা ছাড়াও দেশের নানা প্রান্তে যাতায়াত করে থাকেন।

কাউনিয়ার বিভিন্ন এলাকা সরেজমিন ঘড়ে দেখা যায়, জংশনের আওতায় সড়কগুলোর ১২টি লেভেল ক্রসিংয়ের কোনোটিতে গেট নেই। যেগুলোতে আছে, সেগুলোও চলছে জোরাতালি দিয়ে। জংশন স্টেশন থেকে মীরবাগ হয়ে রংপুর স্টেশন পর্যন্ত কাউনিয়া তকিপল বাজার, গের্দ্দো বালাপাড়াা, সাব্দী মৌলটারি, শহীদবাগ বাজার, বল্লভ বিষু, সাধু রেল গেট, মীরবাগ বিজলের ঘুন্টি লেভেল ক্রসিং, কাউনিয়া থেকে অন্নদানার স্টেশন যেতে রেল কলোনি ও পশ্চিম কেবিন, কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থানা রোড, গোপাতী মজির গেট, কুটির পাড় ক্রসিং, কাউনিয়া থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম স্টেশন যেতে পূর্ব কেবিন কুলিপড়া ও পাঞ্জরভাঙ্গা বাধের রাস্তার ক্রসিংয়ে গোটম্যান পাওয়া যায়নি। ফলে ঝুঁকি নিয়েই মান ও মানুষকে এসব ক্রসিং পার হতে হচ্ছে।

কাউনিয়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, ষ্টেশনে ৪১ জন জনবলের বিপরীতে চুক্তিভিত্তিকসহ ২৮ জন দায়িত্ব পালন করছেন। জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে। একাধিকবার বার জানালেও কোন কাজ হয়নি।

রেলওয়ে সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলী রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ডিভিশনের ১ হাজার ৫৬৮ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে ১ হাজার ৪২৩টি, যার মধ্যে ১৭১টিই অবৈধ। এই সংকটও পূরণ করছে না কর্তৃপক্ষ।

তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু জানান, এসমব রাস্তা দিয়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যাতায়ত করে থাকে কিন্তু রেল ক্রসিংগুলোতে গেটম্যান না থাকায় দুর্ঘটনার প্রবনতা বাড়ছে। দ্রুত এর সমাধান করা প্রয়োজন তা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পাড়ে।

লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন জানান, ইতিমধ্যেই ঢাকা থেকে গেটম্যান নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব গেটম্যান নিয়োগ করা হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, রেলের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। রেল ক্রসিং ঘেঁষে অবৈধ দোকানপাটসহ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, গেটম্যানদের স্থায়ী করার কাজ চলছে এবং লেভেল ক্রসিংগুলোর গেট মেরামতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে গেট স্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১০

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১১

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১২

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৩

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৪

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৫

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৭

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

১৯

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

২০
X