কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা হত্যা মামলায় প্রধান আসামি হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

কটিয়াদী মডেল থানা। ছবি : কালবেলা
কটিয়াদী মডেল থানা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠন করা নিয়ে বিরোধে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন খাঁসহ ১০ জন আহত হন।

এ ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলসহ ২৯ জনের নামে ও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) নিহত আশিকের মা রিতা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজকোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন। এর মধ্যে শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানা যায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি গঠনের জন্য সভাপতি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করা হয়। এর বিরুদ্ধে কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত টিম শনিবার প্রতিষ্ঠানে আসেন।

মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান ও এলাকার শতাধিক লোকজনের উপস্থিতিতে স্কুল মাঠে তদন্তের কাজ শুরু করার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও উপজেলা বিএনপির সহ-সভাপতি, সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল এবং অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবকের লোকজনের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষ হয়। এতে আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতা নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুইজন কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধিসহ অন্তত ১০ জন আহত হন।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান কালবেলাকে জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১০

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১১

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১২

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৩

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৪

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৫

বাস উল্টে নিহত ২

১৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৭

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৮

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১৯

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

২০
X