অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনবিহীন অবস্থায় মৎস্য হ্যাচারি পরিচালনা করার অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আতিক মৎস্য হ্যাচারি নামে এক হ্যাচারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা সাতাশি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় কাশেম হ্যাচারি নামে স্থানীয় একটি প্রতিষ্ঠানকেও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমসহ এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হ্যাচারি মালিক হলেন আতাউর রহমান আতিক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনহীন অবস্থায় আতিক মৎস্য হ্যাচারি পরিচালনা করার অপরাধে মৎস্য হ্যাচারি আইন-২০১০ অনুযায়ী ওই হ্যাচারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় কাশেম হ্যাচারিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন