বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সেনাসদস্যকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতির পদ স্থগিত

সেনাসদস্যকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতির পদ স্থগিত

বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদ মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম আল মামুন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা গেছে, সোমবার (২৪ মার্চ) ছুটিতে বাড়িতে এসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক সেনা সদস্য তার চাচার সঙ্গে বরিশাল সদরে বালু মহালর দরপত্র জমা দিতে গিয়ে অপহরণ ও মারধরের শিকার হয়েছেন। ঘটনার পরদিন মঙ্গলবার (২৫ মার্চ) ওই সেনা সদস্যের চাচা বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

এদিকে বালুমহালের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বরিশাল বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১০ নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র। বৃহস্পতিবারবিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ি, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, বরিশাল সদরের ইছাকাঠি এলাকার রুবেল ও গণপাড়া এলাকার জাহিদ।

এ ছাড়া একইদিন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব মো. কামরুল আহসানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সদস্য পদ স্থগিতের ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ?

ডাকসুতে প্রার্থিতার ঘোষণা দিলেন উমামা

মুরাদনগরে বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

বিএনপি ক্ষমতায় গেলে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : ডা. হারুন

রোহিঙ্গা মুসলিমদের ওপর আরাকান আর্মির বর্বরতা, তদন্তের আহ্বান

ফেনীর বন্যা সমস্যার সমাধানে ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্তির দাবি মঞ্জুর

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ

অরবিটক অ্যাপে এনআইডি যাচাই সেবার জন্য ইসি ও রেস অনলাইনের চুক্তি

সীমানা নির্ধারণে দাবি ও আপত্তির সময় দিল ইসি

১০

শেষ দিন আর পারল না হাসিব-রাফিন, অবশেষে ধরা

১১

জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন / শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

১২

এমন কিছু করবেন না, আবার যেন গণতন্ত্র ব্যাহত হয় : মির্জা ফখরুল

১৩

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৪

‘এই এদের ধরেন তো’- দুই সাংবাদিককে ওসি

১৫

কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, এএসপি বরখাস্ত

১৬

রংপুরে হিন্দুপল্লিতে হামলা : গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

১৭

পিআর দেশের সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় : মঈন খান

১৮

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জরিমানার হুমকি

১৯

যে কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না স্টোকস

২০
X