কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ সাদমানদের রক্ত দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গেছে’

হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ছবি : সংগৃহীত
হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, শহীদ সাদমানদের রক্ত দিয়ে ‘নতুন সংবিধান’ লেখা হয়ে গেছে। জীবিত সাদমানদের রক্তেই সেই নতুন সংবিধান প্রতিষ্ঠিত করা হবে।

তিনি বলেন, আমরা চাই, বাংলাদেশে একটি নতুন সংবিধান তৈরি হোক, যেখানে প্রকৃত অর্থেই জনগণের ক্ষমতায়ন হবে এবং এক ব্যক্তিকেন্দ্রিক, এক পরিবারকেন্দ্রিক ক্ষমতার কোনো সুযোগ থাকবে না।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামে শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জয়নাল আবেদীন শিশির বলেন, শহীদ সাদমানরা বাংলাদেশকে এক অন্ধকার, রুদ্ধশ্বাস পরিবেশ থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই দেশের মানুষ আজীবন তাদের স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে এবং ইতিহাসের পাতায় তাদের অবদান অধ্যয়ন করবে। আমরা বিশ্বাস করি, সাদমানদের রক্তে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই রক্তকে আমরা পবিত্র রক্ত মনে করি। এ রক্তের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ পরাজিত হয়েছে।

শিশির বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা শহীদ সাদমানদের হত্যাকারী, গণহত্যাকারী, শিশু হত্যাকারী। এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিশির বলেন, শহীদ সাদমানদের রাষ্ট্রীয়ভাবে আরও মূল্যায়ন করা হোক, যেন বাংলাদেশের মানুষ তাদের স্মৃতির প্রতি চিরকাল শ্রদ্ধা জানাতে পারে। আমরা চাই, তাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সংগ্রাম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। এ বিষয়ে আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই।

তিনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একই সময়ে অনুষ্ঠানের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটির সদস্যসচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, লালমাই উপজেলা এএসপি নেতা গাজী হুমায়ুন কবির, ওমর ফারুক, মাঈন উদ্দিন,কবির হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী, সদর দক্ষিণ উপজেলার সদস্য সচিব শরিফুল ইসলাম রাকিব, সদস্য হান্নান, ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা কাউসার আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা মুখপাত্র মো. জাহিদুল ইসলাম ফারাবী এবং মুখ্য সংগঠক মেহেদি হাসান শুভ।

এছাড়া, সদস্য ইয়ামিন, নাজমুল হাসান জয়, রাকিব, ফারুকসহ শহীদ সাদমানের আত্মীয়-স্বজনরা কবর জিয়ারতে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X