দিনাজপুরের ঘোড়াঘাটে ১২০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডুগডুগি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের রেজাউল করিম রাজু (৫০) ও একই এলাকার দেওগ্রাম পশ্চিমপাড়ার আবু সাইদ মাজেদ (২৮)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডুগডুগি কাঁচা বাজারে দুজন ব্যক্তি ইয়াবা বড়ি ক্রয়-বিক্রয় করছেন, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
মন্তব্য করুন