রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী

বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী। ছবি : সংগৃহীত
বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী। ছবি : সংগৃহীত

বাঙালি বিয়ে খেতে আমেরিকা থেকে বাংলাদেশে রুশ তরুণী ভিক্টোরিয়া। শখ বিভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখে বেড়ানো। সুযোগ পেলেই তিনি চলে যান বিভিন্ন দেশে। রুশ এই তরুণী শুধু বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখতে এবার এসেছেন পাবনায়।

গত ৭ এপ্রিল ভিক্টোরিয়া একাই বাংলাদেশে আসেন এবং বুধবার (৯ এপ্রিল) কনের গায়েহলুদ, বৃহস্পতিবার বরের গায়েহলুদ, শুক্রবার বিয়ের অনুষ্ঠান ও শনিবার বউভাত অনুষ্ঠানে যোগ দেন ভিক্টোরিয়া।

জানা যায়, ভিক্টোরিয়া ডেগতারেভা (৩৪) জন্মসূত্রে রাশিয়ান। পেশায় বিউটিশিয়ান। কর্মক্ষেত্র আমেরিকায় কাজের জন্য ১২ বছর ধরে। বাবা মা রাশিয়াতেই থাকেন। তার শখ বিভিন্ন দেশে বেড়ানো এবং খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখা। তার সহকর্মী তনিমা ইসলামের ভাইয়ের বিয়ের আমন্ত্রণেই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। তানিয়া ইসলাম সপরিবারে আমেরিকাতে বসবাস করেন।

ভিক্টোরিয়া জানান, মিসর, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে তিনি গেছেন। তবে বাঙালি বা ইন্ডিয়ান কালচার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাই তিনি বাংলাদেশে এসেছেন। দুজন মানুষের একসঙ্গে হওয়ার জন্য এত আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন। তিনি অনুষ্ঠানে বাংলাদেশি মেয়েদের মতো সাজার চেষ্টা করেছেন।

ভিক্টোরিয়ার সহকর্মী তনিমা ইসলাম বলেন, ‘ভিক্টোরিয়া তাদের চমকে দিয়েছে। একাই বাংলাদেশে চলে এসেছে। এরপর পাবনায় এসে তাদের সঙ্গে মিশে গেছে। বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই খাচ্ছে। সবার সঙ্গে মিশে গেছেন। তিনি যে আমেরিকা থেকে এসেছে, তা বোঝাই যাচ্ছে না। বিয়ের অনুষ্ঠান শেষে তার দেশে যাওয়ার কথা ছিল। এরপর বর্ষবরণ অনুষ্ঠানের কথা শুনে বলছে, কয়েক দিন পরে যাবে। বর্ষবরণ অনুষ্ঠানটি তিনি দেখবে বলে জানিয়েছেন।’

তিনি বলেন, আমি তার খাবার নিয়ে অনেক টেনশনে ছিলাম। এখন দেখছি তিনি সব খাচ্ছেন। যে কোনো দিন হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়। তিনি সবার সঙ্গে হাত দিয়ে খাচ্ছে।’ বর তানভির ইসলাম বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে ভিক্টোরিয়ার এই আগমন পুরো আয়োজনটাকে ভিন্ন মাত্রা দিয়েছে।

তানভীরের বড়বোন তনিমা ইসলাম আখি বলেন, হুট করে ভিক্টোরিয়া আসায় আমরা একটু চিন্তায় পড়েছিলাম। কারণ আমেরিকার পরিবেশ ও কালচার এক নয়। এখানে তাও আবার মফস্বল শহুরে কালচার। তবে এসব চিন্তা বেশিক্ষণ থাকল না। দেখলাম মুহূর্তে সবার সঙ্গে ভিক্টোরিয়া মিশে গেছে। বাড়িতে যা রান্না হচ্ছে, তা–ই খাচ্ছে। চামচের দরকার হচ্ছে না, দিলেও চামচ ব্যবহার করছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

দেবীর বোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ব্রেকিং দিলেন ফয়েজ আহমদ

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

১০

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

১১

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

১২

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

১৩

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

১৪

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৬

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৭

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

১৮

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

১৯

তিন উপজেলার ৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার অনুদান

২০
X