পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী

বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী। ছবি : সংগৃহীত
বাঙালি বিয়ে খেতে পাবনায় রুশ তরুণী। ছবি : সংগৃহীত

বাঙালি বিয়ে খেতে আমেরিকা থেকে বাংলাদেশে রুশ তরুণী ভিক্টোরিয়া। শখ বিভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখে বেড়ানো। সুযোগ পেলেই তিনি চলে যান বিভিন্ন দেশে। রুশ এই তরুণী শুধু বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখতে এবার এসেছেন পাবনায়।

গত ৭ এপ্রিল ভিক্টোরিয়া একাই বাংলাদেশে আসেন এবং বুধবার (৯ এপ্রিল) কনের গায়েহলুদ, বৃহস্পতিবার বরের গায়েহলুদ, শুক্রবার বিয়ের অনুষ্ঠান ও শনিবার বউভাত অনুষ্ঠানে যোগ দেন ভিক্টোরিয়া।

জানা যায়, ভিক্টোরিয়া ডেগতারেভা (৩৪) জন্মসূত্রে রাশিয়ান। পেশায় বিউটিশিয়ান। কর্মক্ষেত্র আমেরিকায় কাজের জন্য ১২ বছর ধরে। বাবা মা রাশিয়াতেই থাকেন। তার শখ বিভিন্ন দেশে বেড়ানো এবং খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখা। তার সহকর্মী তনিমা ইসলামের ভাইয়ের বিয়ের আমন্ত্রণেই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। তানিয়া ইসলাম সপরিবারে আমেরিকাতে বসবাস করেন।

ভিক্টোরিয়া জানান, মিসর, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে তিনি গেছেন। তবে বাঙালি বা ইন্ডিয়ান কালচার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাই তিনি বাংলাদেশে এসেছেন। দুজন মানুষের একসঙ্গে হওয়ার জন্য এত আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন। তিনি অনুষ্ঠানে বাংলাদেশি মেয়েদের মতো সাজার চেষ্টা করেছেন।

ভিক্টোরিয়ার সহকর্মী তনিমা ইসলাম বলেন, ‘ভিক্টোরিয়া তাদের চমকে দিয়েছে। একাই বাংলাদেশে চলে এসেছে। এরপর পাবনায় এসে তাদের সঙ্গে মিশে গেছে। বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই খাচ্ছে। সবার সঙ্গে মিশে গেছেন। তিনি যে আমেরিকা থেকে এসেছে, তা বোঝাই যাচ্ছে না। বিয়ের অনুষ্ঠান শেষে তার দেশে যাওয়ার কথা ছিল। এরপর বর্ষবরণ অনুষ্ঠানের কথা শুনে বলছে, কয়েক দিন পরে যাবে। বর্ষবরণ অনুষ্ঠানটি তিনি দেখবে বলে জানিয়েছেন।’

তিনি বলেন, আমি তার খাবার নিয়ে অনেক টেনশনে ছিলাম। এখন দেখছি তিনি সব খাচ্ছেন। যে কোনো দিন হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়। তিনি সবার সঙ্গে হাত দিয়ে খাচ্ছে।’ বর তানভির ইসলাম বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে ভিক্টোরিয়ার এই আগমন পুরো আয়োজনটাকে ভিন্ন মাত্রা দিয়েছে।

তানভীরের বড়বোন তনিমা ইসলাম আখি বলেন, হুট করে ভিক্টোরিয়া আসায় আমরা একটু চিন্তায় পড়েছিলাম। কারণ আমেরিকার পরিবেশ ও কালচার এক নয়। এখানে তাও আবার মফস্বল শহুরে কালচার। তবে এসব চিন্তা বেশিক্ষণ থাকল না। দেখলাম মুহূর্তে সবার সঙ্গে ভিক্টোরিয়া মিশে গেছে। বাড়িতে যা রান্না হচ্ছে, তা–ই খাচ্ছে। চামচের দরকার হচ্ছে না, দিলেও চামচ ব্যবহার করছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১০

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১১

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১২

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৩

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৪

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৫

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৬

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৭

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

১৮

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

১৯

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

২০
X