কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

বুধবার বিকেলে রাজধানীতে এই সমাবেশের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বুধবার বিকেলে রাজধানীতে এই সমাবেশের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর পল্টনস্থ রোডে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না।’

তিনি বলেন, এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ।

ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, সরকার ঘোষিত ঘোষণাপত্রকে কেবল একটি দল স্বাগত জানিয়েছে। অধিকাংশ দল শর্তহীনভাবেই ঘোষণাপত্রকে গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই বলেছিল তারা সংস্কার করবে। কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যে চেয়ারে বসে সেগুলো সংস্কার করা দরকার ছিল আগে। প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য মাসের পর মাস সময় নিয়েছেন। এত এত ব্রেন স্টর্মিং করার পর বলছেন- এটার আইনি ভিত্তি নেই।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ঈমানের তিনটি অংশ। সেগুলো হচ্ছে- মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। তেমনই সংস্কারের তিন অংশ হচ্ছে- ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করা। কিন্তু অন্তর্বর্তী সরকার মুখে স্বীকার করছে। আর দুটি করে নাই। সংস্কার হয়নি। আইনি মর্যাদা দেয়নি। আমরা বলবো- যেসব বিষয়ে আমরা একমত হয়েছে সেসবের আলোকে আগামী নির্বাচন হতে হবে।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন, মো. সেলিম উদ্দিন, জসীম উদ্দীন সরকার, ড. রেজাউল করিম, দেলাওয়ার হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

১০

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

১২

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

১৩

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

১৪

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

১৫

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মনোনয়নপত্র দাখিল

১৬

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

১৭

মনোনয়নপত্র জমা দিলেন আমান

১৮

হলিউডে এ বছরের আলোচিত ডিভোর্স 

১৯

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন যিনি

২০
X