পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষবরণে রংপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা

বাংলা নববর্ষ বরণে রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা 
বাংলা নববর্ষ বরণে রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা 

সারা দেশের মতো রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ছাপিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

লাঠি খেলায় বিভিন্ন এলাকা থেকে আসা ৭-৮ জনের একটি দল অংশগ্রহণ করে। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা লাঠি দিয়ে বিভিন্ন কসরতের মাধ্যমে তাদের নৈপুণ্য উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের বেশ আনন্দের খোরাকে পরিণত হয়।

খেলা শেষে কালবেলার প্রতিবেদকের সঙ্গে কথা হয় লাঠিয়ালদের। তারা জানান, তারা অনেক ছোট বেলায় ওস্তাদের নিকট থেকে এই খেলা শিখেছেন। তারা এই খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিতে ভালোবাসেন। এখন আর এসব খেলার আয়োজন করা হয় না। তাই তাদেরও কেউ ডাকে না। তাই এই খেলা এখন বিলুপ্তির পথে।

তাদের দাবি, গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাটিকে টিকে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। তা না হলে বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম লাঠি খেলা বলে যে একটা খেলা আছে তা একদিন ভুলে যাবে।

লাঠি খেলা শেষে উপজেলা পরিষদ হলরুমে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমি, পীরগাছা মহিলা কলেজ ও পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলা-কুশলীরা অংশগ্রহণ করেন। সব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেস, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিসহ উপজেলার সব কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি : তাজুল ইসলাম 

হু হু করে বাড়ছে গোমতীর পানি, কুমিল্লায় বন্যার আশঙ্কা

জুলাই-আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি

মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা

৪৮তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু বৃহস্পতিবার

শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ফারিণ

সেই তুফানের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী গ্রেপ্তার

উসাইন বোল্টের গতিতে দৌড়াল রোবট কুকুর

সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

অতিবৃষ্টিতে ঝরনায় গিয়ে বিপদে বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্র, ৯৯৯-এ ফোন কলে উদ্ধার

১০

শিক্ষকদের মাঝে আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের ছাতা বিতরণ

১১

টি-টোয়েন্টি সিরিজের আগে শ্রীলঙ্কার শিবিরে বড় ধাক্কা

১২

ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন

১৩

শাকিব খানের বেডরুমে নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে: অপু বিশ্বাস

১৪

ইতিহাস সৃষ্টি করে পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টি

১৫

২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, সড়কে শিক্ষার্থীরা

১৬

মোবাইলে কথা বলা নিয়ে বিএনপির দুগ্রুপের গোলাগুলি, আহত ১৫

১৭

এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ

১৮

উচ্ছ্বসিত কিয়ারা

১৯

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণায় কঠোর নির্দেশনা

২০
X