ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সেতু আছে, সড়ক নেই

সেতু থাকলেও সংযোগ সড়ক নেই। ছবি : কালবেলা
সেতু থাকলেও সংযোগ সড়ক নেই। ছবি : কালবেলা

ছোট ফেনী নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশে সংযোগ সড়ক। এতে জনভোগান্তি চরমে উঠেছে, সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। স্থানীয়দের দাবি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

সরেজমিন ঘুরে জানা যায়, জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের আশ্রাফপুর ও মোমারিজপুরের আশ্রাফপুরে ২০২৩-২৪ অর্থবছরে ছোট ফেনী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত বছরের ফেব্রুয়ারিতে কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ছালেহ আহমদ নামের একটি প্রতিষ্ঠান।

স্থানীয় কৃষক রঞ্জিত চন্দ্র দাস কালবেলাকে জানান, সেতু নির্মাণ হওয়ার খবরে আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এর দুই পাশে রাস্তা নির্মাণ না হওয়ায় আমরা হতাশ। সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় পাশের কাঠের ব্রিজ দিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায় সময় স্কুলগামী শিক্ষার্থীরা নদীতে পড়ে যায়। আমরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা আবদুল আলী কালবেলাকে জানান, আমাদের এলাকায় ওই ব্রিজ নির্মাণ করে উন্নয়ন করতে গিয়ে আমাদের আরও ক্ষতি হয়েছে। ইতোমধ্যে নদীভাঙনে আমাদের অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরপরেও যদি ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক থাকতে তাহলেও হতো কিন্তু রাস্তা নির্মাণ না হওয়ায় এখন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সরকারের কাছে জোর দাবি করছি যাতে দ্রুত ব্রিজের সংযোগ সড়কটি নির্মাণ করা হয়।

ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিছ আহমদ পেয়ার কালবেলাকে জানান, আমরা জানি না ইঞ্জিনিয়ার কি হিসেবে এত উঁচু ও রাস্তার সংযোগ না দিয়ে এটি অনুমোদন করলেন? এখন আগামী বর্ষার আগে দ্রুত দুই পাশে রাস্তা নির্মাণ না হলে মাতুভূঞা ও বেকের বাজারগামী লোকজন মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন। তিনি দ্রুত রাস্তা নির্মাণ করে সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

দাগনভুঞা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। জায়গার মালিকদের সাথে আলোচনা করে রাস্তা নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে জানান, রাস্তা না থাকলে ব্রিজটি জনগণের উপকারে আসবেনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিস্তারিত জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১০

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১১

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১২

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৩

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৪

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৫

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৬

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৭

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৮

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৯

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

২০
X