বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সেতু আছে, সড়ক নেই

সেতু থাকলেও সংযোগ সড়ক নেই। ছবি : কালবেলা
সেতু থাকলেও সংযোগ সড়ক নেই। ছবি : কালবেলা

ছোট ফেনী নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশে সংযোগ সড়ক। এতে জনভোগান্তি চরমে উঠেছে, সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। স্থানীয়দের দাবি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

সরেজমিন ঘুরে জানা যায়, জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের আশ্রাফপুর ও মোমারিজপুরের আশ্রাফপুরে ২০২৩-২৪ অর্থবছরে ছোট ফেনী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত বছরের ফেব্রুয়ারিতে কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ছালেহ আহমদ নামের একটি প্রতিষ্ঠান।

স্থানীয় কৃষক রঞ্জিত চন্দ্র দাস কালবেলাকে জানান, সেতু নির্মাণ হওয়ার খবরে আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এর দুই পাশে রাস্তা নির্মাণ না হওয়ায় আমরা হতাশ। সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় পাশের কাঠের ব্রিজ দিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায় সময় স্কুলগামী শিক্ষার্থীরা নদীতে পড়ে যায়। আমরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা আবদুল আলী কালবেলাকে জানান, আমাদের এলাকায় ওই ব্রিজ নির্মাণ করে উন্নয়ন করতে গিয়ে আমাদের আরও ক্ষতি হয়েছে। ইতোমধ্যে নদীভাঙনে আমাদের অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরপরেও যদি ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক থাকতে তাহলেও হতো কিন্তু রাস্তা নির্মাণ না হওয়ায় এখন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সরকারের কাছে জোর দাবি করছি যাতে দ্রুত ব্রিজের সংযোগ সড়কটি নির্মাণ করা হয়।

ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিছ আহমদ পেয়ার কালবেলাকে জানান, আমরা জানি না ইঞ্জিনিয়ার কি হিসেবে এত উঁচু ও রাস্তার সংযোগ না দিয়ে এটি অনুমোদন করলেন? এখন আগামী বর্ষার আগে দ্রুত দুই পাশে রাস্তা নির্মাণ না হলে মাতুভূঞা ও বেকের বাজারগামী লোকজন মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন। তিনি দ্রুত রাস্তা নির্মাণ করে সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

দাগনভুঞা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। জায়গার মালিকদের সাথে আলোচনা করে রাস্তা নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে জানান, রাস্তা না থাকলে ব্রিজটি জনগণের উপকারে আসবেনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিস্তারিত জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X