রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনের সিডিউল বিপর্যয়

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ও রেলপথের যাত্রীরা। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা অবরোধ শেষে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

রাজশাহীতে ছয় দফা দাবিতে ৩টি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। বুধবার দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থান নেয়। এতে তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এদিকে সাড়ে তিন ঘণ্টা রেলপথ অবরোধের কারণে ট্রেনেরও সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করার কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দুপুর ২টার বরেন্দ্র এক্সপ্রেস বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বিকেল ৩টার কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টায় ছেড়ে গেছে। এ ছাড়া ৪টার ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বিকাল ৫টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাকি ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে। সাড়ে ৩টা পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

প্রসঙ্গত, ছয় দফা দাবিতে তিনটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইন্সটিটিউটের শিক্ষার্থীর একই দাবিতে নগরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছেড়ে দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১০

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১১

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১২

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৩

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৪

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৫

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৬

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

১৭

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

১৮

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

১৯

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

২০
X