রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনের সিডিউল বিপর্যয়

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ও রেলপথের যাত্রীরা। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা অবরোধ শেষে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

রাজশাহীতে ছয় দফা দাবিতে ৩টি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। বুধবার দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থান নেয়। এতে তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এদিকে সাড়ে তিন ঘণ্টা রেলপথ অবরোধের কারণে ট্রেনেরও সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করার কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দুপুর ২টার বরেন্দ্র এক্সপ্রেস বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বিকেল ৩টার কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টায় ছেড়ে গেছে। এ ছাড়া ৪টার ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বিকাল ৫টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাকি ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে। সাড়ে ৩টা পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

প্রসঙ্গত, ছয় দফা দাবিতে তিনটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইন্সটিটিউটের শিক্ষার্থীর একই দাবিতে নগরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছেড়ে দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১০

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১১

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১২

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৩

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৪

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৫

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৬

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৭

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৯

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

২০
X