দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-শিক্ষা ও মানব সম্পাদকবিষয়ক সম্পাদক তরিকুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করায় তাকেসহ জেলার বিভিন্ন ইউনিটের আট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।
মন্তব্য করুন