ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫২ এএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ 

ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি : কালবেলা
ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কুমারখালী গ্রামে পূর্ব থেকেই দুটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে থাকতেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নয়ন খা, অন্য আরেকটি দলের নেতৃত্ব দিতেন আবু তারা মাতুব্বর। তারা বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে দুই দলনেতাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। বর্তমান ওই গ্রামে নতুন করে নেতৃত্ব দেন এক দলের কাউস মাতুব্বর, নূর হোসেন মাতব্বর অন্য দলের মোকলেস মাতুব্বর, মিন্টু মাতুব্বর।

গত তিনদিন আগে মোকলেছ মাতুব্বর দলের সমর্থক জিন্নাত খালাসি তার পারিবারিক কবরস্থানের জন্য মাটি ভরাট করে, তখন কিছু মাটি বিপক্ষ দলের মোকলেছ মাতুব্বরের সমর্থক রমজান মাতুব্বরের জমিতে যায়। এ নিয়ে তখন তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখানে জিন্নাত খালাসীর হয়ে পক্ষ দেন মোকলেস মাতুব্বর ও রমজান মাতুব্বরের পক্ষ নেয় নূর হোসেন মাতুব্বর। এ নিয়ে গত দুইদিন ধরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সেই জের ধরে শুক্রবার বিকেলে আজিমনগর মড়া বাজারের ব্রিজের ওপর নূর হোসেন ও মোকলেসের মাঝে কথা কাটাকাটির পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এ নিয়ে উভয় দলের লোকজন ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল, সরকি, কাতরা, টেটা, রামদা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে চলা সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত মজিবর হাওলাদার (৪৮) ও মাসুম হাওলাদারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মিন্টু মাতুব্বর জানান, তুচ্ছ ঘটনা নিয়ে নূর হোসেন মাতুব্বর, মোকলেস মাতুব্বরকে মারধর করলে সংঘর্ষ বড় আকারে রূপ নেয়। আমাদের গ্রুপের সাত থেকে আটজন গুরুতর আহত হন।

অন্যদিকে কাউস মাতুব্বর জানান, জিন্নাত খালাসির সঙ্গে রমজানের দ্বন্দ্ব হলে তৃতীয় পক্ষ এগিয়ে এই গন্ডগোলের সৃষ্টি করেছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর শুনে আমি নিজেই উপস্থিত থেকে পরিস্থিতির শান্ত করা হয়েছে। এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১০

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১১

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১২

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৩

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৪

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৫

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৬

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৭

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৮

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

২০
X