কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে লালমাই উপজেলার দত্তপুরে পাকা স্থাপনা নির্মাণ করেছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম।
জানা গেছে, উপজেলার দত্তপুরে মহাসড়কের পূর্ব পাশে গুঙ্গিয়াজুরি খালের ব্রিজসংলগ্ন স্থানে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের প্রিথিলা রাইস মিল নামে একটি চালকল রয়েছে। খালের ওপরে মহাসড়কের সেতু ঘেঁষে ওই আওয়ামী লীগ নেতার চালকল সংলগ্ন একটি পাকা স্থাপনা নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্থাপনাটিতে চালকলের জন্য বড় ট্রান্সফরমার রাখা হবে বলে জানা যায়।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালমাই উপজেলার বাগমারা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গাজী হাফিজুল ইসলাম বলেন, ‘মহাসড়কের পাশে ট্রান্সফরমার লাগাতে হলে অবশ্যই বিদ্যুৎ অফিসের নিরাপত্তা বিভাগের অনুমতি ছাড়া ট্রান্সফরমার স্থাপন করা যাবে না।’
স্থাপনা নির্মাতা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘সড়কের পূর্ব পাশে জমি অধিগ্রহণ না করেই চার লেনের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। সে জন্য আমার মালিকানাধীন জায়গা মহাসড়কের ভেতরেও রয়েছে। আমি আমার জায়গাতেই স্থাপনা নির্মাণ করছি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, কুমিল্লার উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে স্থাপনা নির্মাণ না করার জন্য ওই রাইস মিলের মালিককে বলা হয়ছে।’
মন্তব্য করুন