কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

রায়পুরার কৃষকনেতা খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত

অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত। ছবি : সংগৃহীত
অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় উপমহাদেশের প্রখ্যাত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক, তৃণমূল স্বাস্থ্যসেবার পথিকৃৎ, বহুমাত্রিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি রাজনীতিক, অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে বাহেরচর-বড়কান্দা গ্রামে তারই প্রতিষ্ঠিত অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের নতুন ভবনের হলরুমে এই স্মরন সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিকও উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের গুণীজনরা আলোকপাত করেন।

জানা যায়, বহুমাত্রিক ও সর্বত্যাগী মহান সাধক অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার রায়পুরায় আলোকিত ও আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি জীবনদশায় চির কুমার ছিলেন এবং ভুখা-ডাঙ্গা মানুষের সেবায় ব্রত ছিলেন। লোকচক্ষুর অন্তরালে নীরবে নিভৃতে অতন্দ্র প্রহরীর মতো তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ, রায়পুরায় সরকারি কলেজ, নারায়নপুর মহাবিদ্যালয়, চেতনা বিকাশ মহিলা কলেজ, বারৈচা এএনএম উচ্চ বিদ্যালয়, আর.এম উচ্চ বিদ্যালয়, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়, চেতনা বিকাশ স্বাস্থ্যকেন্দ্র সহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গিয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যসহ ন্যাপ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ১৯৭০-এর নির্বাচন, ১৯৭৩ সালের সাধারণ নির্বাচন, ১৯৭৮ ও ১৯৯১ সালের জাতীয় সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু খোন্দকারকে প্রতিবারই ভোট কারচুপির মাধ্যমে হারানো হয়েছে বলে উপস্থিত ব্যক্তারা বলেছেন। এতে অতিথিরা তার জীবনের উপর আলোকপাত করতে গিয়ে অনেকে আবেগতাড়িত হয়ে যান। এসময় বক্তারা আরো বলেন, খোন্দাকার স্যার সাদাসিধে রসিক মানুষ ছিলেন। বিচার ব্যবস্থা থেকে শুরু করে সততা, সহনশীলতা, দানশীলতা ও মানবিকতা সহ সকল কিছুতে তিনি মহান এবং উদার মানুষ ছিলেন।

অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সভাপতি শহিদুল হক সিকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কবি মহসিন খোন্দকারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এম হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউল্লাহ্ নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মস্তুফা মিয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন খন্দকার মিতুল, ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বেনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল্লাহ খন্দকার, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ শফিউল আজম কাঞ্চন, ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের দাতা সদস্য মোঃ গিয়াস উদ্দিন, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, অবঃপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, ট্রাট্র ব্যাংক ম্যানেজার খন্দকার আকবর হায়দার, খন্দকার মোতাহার হোসেন, রানা খন্দকারসহ ফজলুল হক খোন্দকারের পরিবারবর্গ ও সমাজের অসংখ্য সুধীজন প্রমুখ। আলোচনা শেষে ফজলুল হক খোন্দকারের প্রতিষ্ঠিত সবগুলো স্কুল-কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার ২০১২ সালে ১৯ মার্চ নরসিংদী সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পরপারে ভালো থাকবেন এই প্রত্যাশাটুকু সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X