কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

রায়পুরার কৃষকনেতা খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত

অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত। ছবি : সংগৃহীত
অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় উপমহাদেশের প্রখ্যাত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক, তৃণমূল স্বাস্থ্যসেবার পথিকৃৎ, বহুমাত্রিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি রাজনীতিক, অধ্যক্ষ ফজলুল হক খোন্দকারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে বাহেরচর-বড়কান্দা গ্রামে তারই প্রতিষ্ঠিত অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের নতুন ভবনের হলরুমে এই স্মরন সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিকও উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের গুণীজনরা আলোকপাত করেন।

জানা যায়, বহুমাত্রিক ও সর্বত্যাগী মহান সাধক অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার রায়পুরায় আলোকিত ও আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি জীবনদশায় চির কুমার ছিলেন এবং ভুখা-ডাঙ্গা মানুষের সেবায় ব্রত ছিলেন। লোকচক্ষুর অন্তরালে নীরবে নিভৃতে অতন্দ্র প্রহরীর মতো তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ, রায়পুরায় সরকারি কলেজ, নারায়নপুর মহাবিদ্যালয়, চেতনা বিকাশ মহিলা কলেজ, বারৈচা এএনএম উচ্চ বিদ্যালয়, আর.এম উচ্চ বিদ্যালয়, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়, চেতনা বিকাশ স্বাস্থ্যকেন্দ্র সহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গিয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যসহ ন্যাপ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। ১৯৭০-এর নির্বাচন, ১৯৭৩ সালের সাধারণ নির্বাচন, ১৯৭৮ ও ১৯৯১ সালের জাতীয় সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু খোন্দকারকে প্রতিবারই ভোট কারচুপির মাধ্যমে হারানো হয়েছে বলে উপস্থিত ব্যক্তারা বলেছেন। এতে অতিথিরা তার জীবনের উপর আলোকপাত করতে গিয়ে অনেকে আবেগতাড়িত হয়ে যান। এসময় বক্তারা আরো বলেন, খোন্দাকার স্যার সাদাসিধে রসিক মানুষ ছিলেন। বিচার ব্যবস্থা থেকে শুরু করে সততা, সহনশীলতা, দানশীলতা ও মানবিকতা সহ সকল কিছুতে তিনি মহান এবং উদার মানুষ ছিলেন।

অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সভাপতি শহিদুল হক সিকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কবি মহসিন খোন্দকারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এম হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউল্লাহ্ নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মস্তুফা মিয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন খন্দকার মিতুল, ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বেনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল্লাহ খন্দকার, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ শফিউল আজম কাঞ্চন, ফজলুল হক খোন্দকার শিক্ষা কমপ্লেক্সের দাতা সদস্য মোঃ গিয়াস উদ্দিন, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, অবঃপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, ট্রাট্র ব্যাংক ম্যানেজার খন্দকার আকবর হায়দার, খন্দকার মোতাহার হোসেন, রানা খন্দকারসহ ফজলুল হক খোন্দকারের পরিবারবর্গ ও সমাজের অসংখ্য সুধীজন প্রমুখ। আলোচনা শেষে ফজলুল হক খোন্দকারের প্রতিষ্ঠিত সবগুলো স্কুল-কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ ফজলুল হক খোন্দকার ২০১২ সালে ১৯ মার্চ নরসিংদী সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পরপারে ভালো থাকবেন এই প্রত্যাশাটুকু সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপের আভাস, রয়েছে ঘূর্ণিঝড়ের ঝুঁকি

৩১ দফা নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা : আইয়ুব খান

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ

মা-ছেলে হত্যা, মিলল চাঞ্চল্যকর তথ্য

পড়াশোনায় সাফল‍্য থাকবে সকালের যে ৫ অভ‍্যাসে

কচুরিপানায় মিলল মানুষের কঙ্কাল

ছাতিম ফুলের মোহনীয় ঘ্রাণে মেতে ওঠে প্রকৃতি

লোকাল পারচেজ বিভাগে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

১০

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ

১১

রাফাহ সীমান্ত বন্ধ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন নেতানিয়াহু

১২

১৯ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

সালাউদ্দীন আলীকে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি প্রদান

১৪

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৫

১৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা : আনিসুল হক

১৮

পর্তুগালে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

১৯

সাত কলেজের প্রস্তাবিত কাঠামো নিয়ে সাবেক ইডেন শিক্ষার্থীদের উদ্বেগ

২০
X