পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষাপ্রতিষ্ঠান কলুষিত করেছিল : নাসির

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে বক্তব্য রাখেন নাসির উদ্দিন নাসির। ছবি : কালবেলা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে বক্তব্য রাখেন নাসির উদ্দিন নাসির। ছবি : কালবেলা

ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেদের মতামত সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে জুলুম নির্যাতন করত। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ধর্ষণসহ নানাভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত করেছিল। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনীতি ফিরিয়ে আনতেই সারা দেশের প্রতিষ্ঠানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে নেতৃত্ব বাছাই করে যাচ্ছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন নাসির বলেন, আজকে আপনারা দেখছেন কীভাবে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব নির্বাচনে অন্য কোনো ছাত্র সংগঠন করে কিনা দেশের মানুষ কখনো দেখেনি। সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে ছাত্রদল পরিচালিত হচ্ছে। ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে ইতিবাচক ছাত্ররাজনীতি পরিচালিত হয়ে আসছে। আমরাও ইতিবাচক রাজনীতি শুরু করে যাচ্ছি। খুনি ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিত। শিক্ষাপ্রতিষ্ঠানে নারকীয় তাণ্ডব ও নজিরবিহীন নির্যাতন করেছে।

ছাত্রদলের এ নেতা বলেন, আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে। পরে আড়াই হাজার সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের খুনি হাসিনা অনেক দূরে রেখেছিল। তাদের প্রতি বৈষম্য তৈরি করা হয়েছিল। সামাজিকভাবে তাদের প্রতি হেয় প্রতিপন্ন করে রাখা হতো। বর্তমানে প্রতিটি মাদ্রাসায় আমরা কাজ করে যাচ্ছি।

নাসির আরও বলেন, দেশে ৩টি নির্বাচন স্বচ্ছ হয়নি। এখন নির্বাচন থেকে মানুষের ভুল ধারণা দূর করতে আমাদের এ আয়োজন। এ দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ উৎসুক হয়ে আছে। এ ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু হবে। সাড়ে ১৫ বছর ধরে নারীদের পিছিয়ে রাখার প্রবণতা ছিল। প্রতিটি ইউনিটে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকতে হবে। নারী শিক্ষার্থীদের পিছিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু।

উল্লেখ্য, প্রায় দুই যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে রাকিবুল ইসলাম রাকিব, সানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন। আর সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ, মো. ওলি হোসেন, মিজানুর রহমান মিঠু, সাকিব হাসান, মো. বায়োজিদ ইসলাম রিমন, ইমরুল কায়েস কাব্য, সাইফুল ইসলাম সাইফ, মোহাইমিনুর রহমান সাজিদ, সাইফ হাসান শিশির প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১১টা থেকে বৈধ শিক্ষার্থীদের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

১০

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১১

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

১২

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

১৩

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীর মাথায় কোপ

১৫

জামায়াতে ইসলামী নিয়ে যুবদল নেতার বিস্ফোরক অভিযোগ

১৬

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

১৭

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

১৮

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১৯

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

২০
X