বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ দাবি করে বিপাকে পুলিশ কর্মকর্তা

বগুড়ার শেরপুর থানা, ইনসেটে এসআই জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুর থানা, ইনসেটে এসআই জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে আসামির কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করায় থানার এসআই জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

অভিযোগকারী মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেনের স্ত্রী আখি খাতুনের দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে আপোষ মীমাংসাও হয়, যেখানে থানা পুলিশের মধ্যস্থতা ছিল। সে ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম আপোষনামা গ্রহণ করেন। পরে সংশোধন করবেন বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখেন।

কিন্তু প্রায় ১০ মাস পর ২০২৫ সালের ১৩ এপ্রিল আকস্মিকভাবে আখির মৃত্যুকে কেন্দ্র করে একটি মামলা করা হয়, যেখানে মোবারকসহ পাঁচজনকে আসামি করা হয়।

মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর আলম টাকা দাবি করে ব্যর্থ হয়ে এ মামলায় তাদের নাম যুক্ত করেন।

মোবারক অভিযোগ করে আরও বলেন, মামলার আগেই এসআই জাহাঙ্গীর আলম ভাগ্নে আলমগীর হোসেনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। শুরুতে দুই লাখ টাকা দাবি করা হলেও পরে তা এক লাখ টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে হয়রানি শুরু হয়। আমাদের কাছে এ ঘটনার ২৫ মিনিটের বেশি সময়ের অডিও রেকর্ডিংও রয়েছে।

এসব ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন জানান, বিষয়টি জেনেছি, ওই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর যা বললেন লিটন

একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

১০

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

১১

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

১২

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

১৩

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

১৪

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

১৫

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

১৬

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

১৭

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১৮

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১৯

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

২০
X