বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ দাবি করে বিপাকে পুলিশ কর্মকর্তা

বগুড়ার শেরপুর থানা, ইনসেটে এসআই জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুর থানা, ইনসেটে এসআই জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে আসামির কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করায় থানার এসআই জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

অভিযোগকারী মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেনের স্ত্রী আখি খাতুনের দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে আপোষ মীমাংসাও হয়, যেখানে থানা পুলিশের মধ্যস্থতা ছিল। সে ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম আপোষনামা গ্রহণ করেন। পরে সংশোধন করবেন বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখেন।

কিন্তু প্রায় ১০ মাস পর ২০২৫ সালের ১৩ এপ্রিল আকস্মিকভাবে আখির মৃত্যুকে কেন্দ্র করে একটি মামলা করা হয়, যেখানে মোবারকসহ পাঁচজনকে আসামি করা হয়।

মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর আলম টাকা দাবি করে ব্যর্থ হয়ে এ মামলায় তাদের নাম যুক্ত করেন।

মোবারক অভিযোগ করে আরও বলেন, মামলার আগেই এসআই জাহাঙ্গীর আলম ভাগ্নে আলমগীর হোসেনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। শুরুতে দুই লাখ টাকা দাবি করা হলেও পরে তা এক লাখ টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে হয়রানি শুরু হয়। আমাদের কাছে এ ঘটনার ২৫ মিনিটের বেশি সময়ের অডিও রেকর্ডিংও রয়েছে।

এসব ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন জানান, বিষয়টি জেনেছি, ওই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, গুরুতর আহত ৮

বাবা হওয়ার দিনে বিষাদের গল্প শোনালেন নয়ন 

বিশ্ববাজারে দরপতন, তবু চট্টগ্রামে চালের দাম চড়া

দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাসে আগুন

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু

প্যারা যুব এশিয়ান গেমসে চৈতি ও শহিদউল্লাহর স্বর্ণ জয়

সীমান্তে বিশেষ সতর্কতা

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা

১০

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

১১

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

১২

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

১৩

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

১৪

বিরল রোগ ফুসফুসে পাথর

১৫

গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি : হেফাজতে ইসলাম

১৬

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

১৭

অবিলম্বে অবৈধ ও লুট করা অস্ত্র উদ্ধারের আহ্বান বিপিপির

১৮

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন

১৯

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার

২০
X