তন্ময় উদ্দৌলা, ফরিদপুর
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা উপদেষ্টাকে এক হাত নিলেন বৈষম্যবিরোধী নেতা

শিক্ষা উপদেষ্টা ও বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা ও বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত

ফরিদপুরে সফরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শিক্ষা উপদেষ্টার প্রতি ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন সোহেল রানা। তিনি বৈষম্যবিরোধী আন্দলোনের ফরিদপুর জেলার সদস্যসচিব।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সোহেল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে শিক্ষা উপদেষ্টা ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যাকে উদ্দেশ করে তিনি এক স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফরিদপুরে মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছিলেন। বিভিন্ন মহলের সঙ্গে তার একটা মিটিং হয়েছে ডিসি অফিসে। কিন্তু যে আন্দোলনের মধ্য দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন, সেই আন্দোলনের প্লাটফর্মের কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। তাহলে তিনি কাদের সঙ্গে মিটিং করলেন? এই নাকি দেশের অবস্থা?'

স্ট্যাটাসের শেষে সোহেল বলেন, ‘না করলেন ১০ জন আহতদের সঙ্গে সাক্ষাৎ, না করলেন একজন নিহতের কবর জিয়ারত! বাহ রে বিপ্লব, বাহ! জবাবটা দয়া করে ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক দেবেন।’

শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব আ. কুদ্দুস স্বাক্ষরিত সফর সূচি থেকে জানা যায়, শিক্ষা উপদেষ্টা ফরিদপুর সদরের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর জেলার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন, ফরিদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করে সন্ধ্যা ৬টায় ফরিদপুর ত্যাগ করবেন।

জানা গেছে, সরকারি এ সফরসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ জনের কবর জিয়ারত ও পরিবারের স্বজনদের খোঁজ নেওয়া এবং আহত ১৪৭ জনের কারোর সঙ্গে সাক্ষাতের সময়সূচি না রাখায় এ ক্ষোভ প্রকাশ করেছেন সোহেল রানা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা কালবেলাকে বলেন, একজন উপদেষ্টা আসবেন, আসতেই পারে। কিন্তু এটা জেলা প্রশাসক জানেন না বিষয়টা হাস্যকর। একজন উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদার। শিক্ষা উপদেষ্টা তো আমাদেরই উপদেষ্টা, তিনি আসবেন আমরা জানব না এটা কেমন কথা?

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ফরিদপুরে এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি একজন শহীদের কবর কি জিয়ারত করতে পারতেন না? তাদের পরিবারের খবর তিনি নেননি এবং কারো সঙ্গেই কোনো সাক্ষাৎ করেননি, বিষয়টা দুঃখজনক।

শিক্ষা উপদেষ্টার ফরিদপুর সফর উপলক্ষে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আমন্ত্রণ প্রসঙ্গে জানতে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X