শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
তন্ময় উদ্দৌলা, ফরিদপুর
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা উপদেষ্টাকে এক হাত নিলেন বৈষম্যবিরোধী নেতা

শিক্ষা উপদেষ্টা ও বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা ও বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত

ফরিদপুরে সফরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শিক্ষা উপদেষ্টার প্রতি ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন সোহেল রানা। তিনি বৈষম্যবিরোধী আন্দলোনের ফরিদপুর জেলার সদস্যসচিব।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সোহেল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে শিক্ষা উপদেষ্টা ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যাকে উদ্দেশ করে তিনি এক স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফরিদপুরে মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছিলেন। বিভিন্ন মহলের সঙ্গে তার একটা মিটিং হয়েছে ডিসি অফিসে। কিন্তু যে আন্দোলনের মধ্য দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন, সেই আন্দোলনের প্লাটফর্মের কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। তাহলে তিনি কাদের সঙ্গে মিটিং করলেন? এই নাকি দেশের অবস্থা?'

স্ট্যাটাসের শেষে সোহেল বলেন, ‘না করলেন ১০ জন আহতদের সঙ্গে সাক্ষাৎ, না করলেন একজন নিহতের কবর জিয়ারত! বাহ রে বিপ্লব, বাহ! জবাবটা দয়া করে ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক দেবেন।’

শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব আ. কুদ্দুস স্বাক্ষরিত সফর সূচি থেকে জানা যায়, শিক্ষা উপদেষ্টা ফরিদপুর সদরের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর জেলার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন, ফরিদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করে সন্ধ্যা ৬টায় ফরিদপুর ত্যাগ করবেন।

জানা গেছে, সরকারি এ সফরসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ জনের কবর জিয়ারত ও পরিবারের স্বজনদের খোঁজ নেওয়া এবং আহত ১৪৭ জনের কারোর সঙ্গে সাক্ষাতের সময়সূচি না রাখায় এ ক্ষোভ প্রকাশ করেছেন সোহেল রানা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা কালবেলাকে বলেন, একজন উপদেষ্টা আসবেন, আসতেই পারে। কিন্তু এটা জেলা প্রশাসক জানেন না বিষয়টা হাস্যকর। একজন উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদার। শিক্ষা উপদেষ্টা তো আমাদেরই উপদেষ্টা, তিনি আসবেন আমরা জানব না এটা কেমন কথা?

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ফরিদপুরে এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি একজন শহীদের কবর কি জিয়ারত করতে পারতেন না? তাদের পরিবারের খবর তিনি নেননি এবং কারো সঙ্গেই কোনো সাক্ষাৎ করেননি, বিষয়টা দুঃখজনক।

শিক্ষা উপদেষ্টার ফরিদপুর সফর উপলক্ষে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আমন্ত্রণ প্রসঙ্গে জানতে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১০

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১১

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১২

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৩

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৪

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৫

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৬

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৮

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৯

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

২০
X