তন্ময় উদ্দৌলা, ফরিদপুর
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা উপদেষ্টাকে এক হাত নিলেন বৈষম্যবিরোধী নেতা

শিক্ষা উপদেষ্টা ও বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা ও বৈষম্যবিরোধী নেতা। ছবি : সংগৃহীত

ফরিদপুরে সফরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শিক্ষা উপদেষ্টার প্রতি ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন সোহেল রানা। তিনি বৈষম্যবিরোধী আন্দলোনের ফরিদপুর জেলার সদস্যসচিব।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সোহেল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে শিক্ষা উপদেষ্টা ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যাকে উদ্দেশ করে তিনি এক স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফরিদপুরে মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছিলেন। বিভিন্ন মহলের সঙ্গে তার একটা মিটিং হয়েছে ডিসি অফিসে। কিন্তু যে আন্দোলনের মধ্য দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন, সেই আন্দোলনের প্লাটফর্মের কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। তাহলে তিনি কাদের সঙ্গে মিটিং করলেন? এই নাকি দেশের অবস্থা?'

স্ট্যাটাসের শেষে সোহেল বলেন, ‘না করলেন ১০ জন আহতদের সঙ্গে সাক্ষাৎ, না করলেন একজন নিহতের কবর জিয়ারত! বাহ রে বিপ্লব, বাহ! জবাবটা দয়া করে ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক দেবেন।’

শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব আ. কুদ্দুস স্বাক্ষরিত সফর সূচি থেকে জানা যায়, শিক্ষা উপদেষ্টা ফরিদপুর সদরের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর জেলার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন, ফরিদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করে সন্ধ্যা ৬টায় ফরিদপুর ত্যাগ করবেন।

জানা গেছে, সরকারি এ সফরসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ জনের কবর জিয়ারত ও পরিবারের স্বজনদের খোঁজ নেওয়া এবং আহত ১৪৭ জনের কারোর সঙ্গে সাক্ষাতের সময়সূচি না রাখায় এ ক্ষোভ প্রকাশ করেছেন সোহেল রানা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা কালবেলাকে বলেন, একজন উপদেষ্টা আসবেন, আসতেই পারে। কিন্তু এটা জেলা প্রশাসক জানেন না বিষয়টা হাস্যকর। একজন উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদার। শিক্ষা উপদেষ্টা তো আমাদেরই উপদেষ্টা, তিনি আসবেন আমরা জানব না এটা কেমন কথা?

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ফরিদপুরে এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি একজন শহীদের কবর কি জিয়ারত করতে পারতেন না? তাদের পরিবারের খবর তিনি নেননি এবং কারো সঙ্গেই কোনো সাক্ষাৎ করেননি, বিষয়টা দুঃখজনক।

শিক্ষা উপদেষ্টার ফরিদপুর সফর উপলক্ষে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আমন্ত্রণ প্রসঙ্গে জানতে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

১০

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১১

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১২

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১৩

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৪

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৫

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৬

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৮

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

২০
X