খুলনার ভৈরব নদ থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কিয় জং ওরফে ওয়ার্কবজ। তিনি পেশায় একজন প্রকৌশলী। আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে খালিশপুর খনা পুলিশ ৭নং ঘাট এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, খুলনার খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি পাওয়ার হাউস প্লান্টরের ভেতরেই থাকতেন।
জানা যায়, ২৪ আগস্ট সকাল বেলা তিনি সেলুনের উদ্দেশে প্লান্ট থেকে বের হন। এরপর থেকে আর তিনি প্লান্টে ফিরে যাননি। শনিবার সকালে ভৈরব নদে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নৌপুলিশ ও খালিশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, এ ব্যাপারে খালিশপুর থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
মন্তব্য করুন