শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

গণহত্যাকারী দল আ.লীগকে মাঠে নামতে দেওয়া হবে না : জিলানী

আওয়ামী মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা। ছবি : কালবেলা
আওয়ামী মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে কিছুতেই মাঠে নামতে দেওয়া হবে না। তাদেরকে মানুষ আর দেখতে চায় না। সম্প্রতি বিভিন্ন বাহানায় তারা মাঠে নামার চেষ্টা করছে এবং ফ্যাসিস্ট হাসিনার কিছু সুবিধাভোগী আওয়ামী মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ডেমরা স্টাফ কোয়ার্টারের ডেমরা—রামপুরা সড়ক হয়ে সারুলিয়া বাজার, রানীমহল ব্রিজ, বড়ভাঙ্গা, হাজীনগর হয়ে স্টাফ কোয়ার্টার এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জীলানী।

এস এম জিলানী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে অস্থির পরিস্থিতি তৈরি করতে এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। তাদের দোসরদের দিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ একটি জনপ্রিয় দল বিএনপিকে হেয় করার পাঁয়তারা করছে। এসব প্রোপাগান্ডার প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে ছিল এবং আছে। যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যকলাপ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ কর্তৃক গুলি করে ছাত্র-জনতাকে হত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করার দাবি জানাই।

ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ কমিটির তত্ত্বাবধানে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে হুমকি দিয়ে এলাকায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক তৈরি করছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কিছু সুবিধাভোগী আওয়ামী মিডিয়া দ্বারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাছির আহমেদ, সহ-সভাপতি মো শফিউদ্দিন শফি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মো. মনির হোসেন মৃধা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. লিন্টু মুন্সী, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আমজাদ হোসেন, মো. মতিউর রহমান মন্টু, মো. মোসলেম উদ্দিন সাকিব, মো. সোহেল ভুঁইয়া।

৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরিফ হোসেন, সদস্য সচিব মো জুয়েল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন, ৬৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব কাজী পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ৬৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, সদস্য সচিব মো. আলাউদ্দিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ মোল্লা।

৬৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মো. রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা, ৭০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, সদস্য সচিব মো. সাদেক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রনি হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্প ন্যু প্রস্তুত না হলে লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১০

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১১

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১২

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৫

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৬

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৭

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৮

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৯

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

২০
X