পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় শকুনটি অসুস্থ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে শকুনের বিষয়ে এলাকাবাসী বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয় পাথর ব্যবসায়ী নুর ইসলাম জানান, ‘বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় হঠাৎই একটা শকুন আকাশ থেকে পরে গিয়ে মাথা ও পায়ে আঘাত খবর পায় আমি। পরে স্থানীয়দের মাধ্যমে শকুনটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেই। পরে বনবিভাগ এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়।’
তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয় এবং পা ও মাথায় আহত কারণে কিছুটা দুর্বল থাকার কারণে তাৎক্ষণিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফরোজ শাহিন খসরু জানান, ‘শকুন পাখিটিকে বনবিভাগের মাধ্যমে উদ্ধারের পর সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণি দপ্তরের সঙ্গে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।’
মন্তব্য করুন