নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের গোসলের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরপর দুই দিন বিজ্ঞপ্তি জারি করে ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ও বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীলদীঘি) ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসলের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে গোসলের ছবি ভাইরাল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
বুধবার অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীলদিঘি) ছাত্র-ছাত্রী একই সঙ্গে গোসলের ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুব্ধ করে এমন ছবি ও স্থির চিত্র ভাইরাল হয়, যা বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি খুন করে এমন বিতর্কিত ঘটনা কাম্য হতে পারে না। প্রিয় বিদ্যাপীঠ এবং কর্মস্থল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা নোবিপ্রবি পরিবারের সব সদস্যের নৈতিক দায়িত্ব। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে ‘নীলদিঘি’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরটিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
মন্তব্য করুন