ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সগুলো পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর প্রভাব গিয়ে পড়ে গজারিয়া অংশেও। দ্রুত সময়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যান চলাচল অচল হয়ে পড়ে।
যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। অনেক যাত্রী হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। শিশুসহ বৃদ্ধ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরানোর কাজ চলছে। যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
মন্তব্য করুন