দৈনিক কালবেলার ফেসবুক পেজ কালবেলা অনলাইনে গত বৃহস্পতিবার (১ মে) ‘বাগেরহাটে জয় বাংলা স্লোগানে বিএনপির মিছিল’ শিরোনাম একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওটি স্থানীয় ছাত্রদল নেতা মাহিন হাসনাইনের ফেসবুক আইডিতে আপলোড করা হয়। পরে সেই আইডি থেকে সংগ্রহ করা হয়।
কালবেলা পরে জানতে পারে আপলোড করা ভিডিওটি সঠিক নয়। সে কারণে কালবেলার পেজ থেকে ভিডিওটি অপসারণ করা (ডিলিট) করা হয়েছে।
নিজস্ব সূত্র থেকে যাচাই না করে ভুল ভিডিও আপলোড করার জন্য কালবেলা অনলাইনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে।
ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে বিষয়ে কালবেলা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
মন্তব্য করুন