নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি)।
প্রসঙ্গত, গত শুক্রবার মোজাফরপুর ইউনিয়নের সৌপাড়া গ্রামের তিন ভাই আবু সাঈদ, হেলাল উদ্দিন ও হাসিম উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রোববার (৪ মে) ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও পেশাজীবী সংগঠন এ্যাবের সাবেক সহসভাপতি প্রকৌশলী মোস্তাফা-ই জামান সেলিম।
তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ৯নং নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজু, ৯নং ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক হাসেম উদ্দিন মেম্বার, সাবেক সহসভাপতি আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামান কনক, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাহিমুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ৯নং নওপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাহারুদ্দিন, নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রুকন তালুকদার, কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আলী ইসলাম, ৯নং নওপাড়া ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও মোজাফফর ইউনিয়নের নেতা মনসুর আহমেদসহ উপজেলা ও স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন