নাটোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে বোনম্যারো রোগে ভুগছিলেন। নিঃসন্তান নবীউর রহমান পিপলু স্ত্রী, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নবীউর রহমান পিপলু দৈনিক সমকাল এবং একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৫৭ সালে ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশগ্রহণ করেন। সদা হাস্যোজ্জ্বল এই বীর মুক্তিযোদ্ধা অনেকের সাংবাদিকতার গুরু হিসেবে পরিচিত। তার মৃত্যুতে নাটোরের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নবীউর রহমান পিপলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শামছুল ইসলাম। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন।
মন্তব্য করুন