শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ধর্ষ ডাকাতি চেষ্টা, গ্রেপ্তার ৫

ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।

তিনি আরও জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তারকৃত পাঁচজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।

প্রসঙ্গত, সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোহাম্মদ রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার উদ্দেশে ঢাকায় রওনা দেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসের শ্রীনগরের ছন্দারি মোড়ে চাপ থাকায় বাম পাশের দিয়ে নেমে চলতে থাকেন। সেসময় ১৬ ঘর এলাকায় কিছু ছনের আঁটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড দেখতে পান।

রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এ ঘটনা ধরা পড়ে ড্যাশ ক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। পরে ডাকাতি চেষ্টার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনায় তৈরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানাল পাকিস্তান

ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, বিএনপি নেতা গ্রেপ্তার

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আবারও ভারত-পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণ

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর ফিরবে না : জামায়াত আমির

পারমাণবিক যুদ্ধ বাধতে পারে, হুঁশিয়ার করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আশুলিয়া ভূমি অফিসে স্বচ্ছ সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড সাদিয়া আক্তার

অসময়ে পানি বৃদ্ধি, যমুনার গর্ভে ১০ বসতভিটা

১০

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারতে জামায়াতের আমির

১২

গাজীপুরে দুই সাংবাদিকের নামে অপপ্রচারের অভিযোগ

১৩

ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সম্পর্ক জোরদারের বার্তা

১৪

শিথিল ‘শাটডাউন’ / আজ খুলছে পলিটেকনিকের তালা

১৫

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

১৬

লাহোরের ওয়ালটন রোডে একাধিক বিস্ফোরণ 

১৭

রাষ্ট্র গঠনে তরুণদের জায়গা করে দিতে হবে : সেলিমা রহমান

১৮

ভোগান্তির আরেক নাম ওষুধ কোম্পানির প্রতিনিধি

১৯

যুদ্ধ থামান, আমি সাহায্য করব : ট্রাম্প

২০
X