সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকে কাজে ফেরার ঘোষণা চা শ্রমিকদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। ছবি : কালবেলা

এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধের আশ্বাসে সিলেটের চা-বাগানগুলোতে আন্দোলনে থাকা শ্রমিকরা আগামী শুক্রবার থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৭ মে) সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে শ্রমিকদের কাজে ফেরাতে আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করার ঘোষণা দেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে তিনি জানান, চা শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ টাকা বাংলাদেশ চা বোর্ড ও সংশ্লিষ্ট টি কোম্পানিগুলো প্রদান করবে। অতিরিক্ত প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা জেলা প্রশাসনের মাধ্যমে করা হবে।

এর আগে গত ৪ মে, সিলেটের বুরজান, ছড়াগাং ও কালাগুল চা বাগানের শ্রমিকেরা ১১ দফা দাবিতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। তাদের প্রধান দাবি ছিল ২০ সপ্তাহের বকেয়া রেশন ও বেতন পরিশোধ এবং বুরজান চা বাগানের মালিকের লিজ বাতিল। প্রশাসনের অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলেও তিন দিনের সময়সীমা বেঁধে দেন দাবি পূরণের জন্য।

চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, সমাধান হয়েছে। বৃহস্পতিবার সকল চা শ্রমিকদেরকে আপাতত এক সপ্তাহের বেতন দেয়া হবে। শুক্রবার থেকে চা বাগান খুলে দেওয়া হবে। যে পাতাটা তোলা হবে তা বিক্রি করে পরবর্তী বেতন দ্রুতই পরিশোধ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সবাই মেনে নিয়েছেন এবং কর্মে ফিরবেন।

চা শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, পরিবারের নিত্য প্রয়োজন মেটাতে টানা কয়েক মাস বেতন না পাওয়ায় তারা চরম সংকটে পড়েছিলেন। ফলে দাবি পূরণের আশ্বাস এবং তা বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, চা শ্রমিকদের এক সপ্তাহের বকেয়া বেতন ও অন্যান্য মাসোহারা ভিত্তিক শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করতে হবে। বাকি বকেয়া মজুরিটা পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, যে টাকাটা লাগবে সেটি আমরা ক্যালকুলেট করেছি। যার মধ্যে টি বোর্ড থেকে অনুদান দিবে, আর আমাদের ডিসি অফিস থেকে কিছু টাকা ঋণ হিসেবে দেওয়া হবে। পরে সেটি টি বোর্ড কর্তৃপক্ষ পরিশোধ করে দেবে। এছাড়া বৃহস্পতিবার চা শ্রমিকদের ১০ কেজি করে চাল দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

১০

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

১১

তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকায়

১২

বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে : সালাহউদ্দিন

১৩

রাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৪

বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ যে ৫ দেশে

১৫

শেষ হলো জকসুর ভোট গ্রহণ ‎ ‎

১৬

গাইবান্ধায় বিপন্ন ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার

১৭

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

১৮

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

১৯

কাঁপছে কক্সবাজার

২০
X