সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকে কাজে ফেরার ঘোষণা চা শ্রমিকদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। ছবি : কালবেলা

এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধের আশ্বাসে সিলেটের চা-বাগানগুলোতে আন্দোলনে থাকা শ্রমিকরা আগামী শুক্রবার থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৭ মে) সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে শ্রমিকদের কাজে ফেরাতে আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করার ঘোষণা দেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে তিনি জানান, চা শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ টাকা বাংলাদেশ চা বোর্ড ও সংশ্লিষ্ট টি কোম্পানিগুলো প্রদান করবে। অতিরিক্ত প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা জেলা প্রশাসনের মাধ্যমে করা হবে।

এর আগে গত ৪ মে, সিলেটের বুরজান, ছড়াগাং ও কালাগুল চা বাগানের শ্রমিকেরা ১১ দফা দাবিতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। তাদের প্রধান দাবি ছিল ২০ সপ্তাহের বকেয়া রেশন ও বেতন পরিশোধ এবং বুরজান চা বাগানের মালিকের লিজ বাতিল। প্রশাসনের অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলেও তিন দিনের সময়সীমা বেঁধে দেন দাবি পূরণের জন্য।

চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, সমাধান হয়েছে। বৃহস্পতিবার সকল চা শ্রমিকদেরকে আপাতত এক সপ্তাহের বেতন দেয়া হবে। শুক্রবার থেকে চা বাগান খুলে দেওয়া হবে। যে পাতাটা তোলা হবে তা বিক্রি করে পরবর্তী বেতন দ্রুতই পরিশোধ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সবাই মেনে নিয়েছেন এবং কর্মে ফিরবেন।

চা শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, পরিবারের নিত্য প্রয়োজন মেটাতে টানা কয়েক মাস বেতন না পাওয়ায় তারা চরম সংকটে পড়েছিলেন। ফলে দাবি পূরণের আশ্বাস এবং তা বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, চা শ্রমিকদের এক সপ্তাহের বকেয়া বেতন ও অন্যান্য মাসোহারা ভিত্তিক শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করতে হবে। বাকি বকেয়া মজুরিটা পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, যে টাকাটা লাগবে সেটি আমরা ক্যালকুলেট করেছি। যার মধ্যে টি বোর্ড থেকে অনুদান দিবে, আর আমাদের ডিসি অফিস থেকে কিছু টাকা ঋণ হিসেবে দেওয়া হবে। পরে সেটি টি বোর্ড কর্তৃপক্ষ পরিশোধ করে দেবে। এছাড়া বৃহস্পতিবার চা শ্রমিকদের ১০ কেজি করে চাল দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

ঢাবিতে গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা 

২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর

সেপটিক ট্যাংকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ, দেবর আটক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত 

‘সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না’

মায়ামি ছেড়ে ‘লোনে’ ইউরোপে ফিরছেন মেসি!

১০

স্ত্রী তালাক দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা, অতঃপর...

১১

৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেবে ইতালি

১২

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

১৩

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

১৪

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার কাছে কিসের গুরুত্ব বেশি

১৫

হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে খেলোয়াড়দের ছাঁটাই করল আয়াক্স

১৬

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

১৭

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

১৮

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

১৯

সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প

২০
X