ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠানকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ফেক হতে পারে বলে মনে করছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।
সম্প্রতি ‘আপেল মাহমুদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে মারধরের ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রুমের ভেতর টেবিলের সামনে দাঁড় করিয়ে দুজন তরুণ ইউসুফ খানকে পেটাচ্ছে। আরও কয়েকজন তরুণ পাশের টেবিলে বসে আছে। তবে যে পেটাচ্ছে তার মুখে মাস্ক পরা।
অধ্যাপক ইউসুফ খান পাঠান ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি নান্দাইলে একটি কলেজে অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। কলেজে অধ্যাপনা করার সময় থেকে ময়মনসিংহ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান কালবেলাকে বলেন, অধ্যাপক ইউসুফ খান পাঠানকে আটকে মারধরের বিষয়টি কবেকার এটা জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। একটি ফেক আইডি থেকে ফেসবুকে এটি আপলোড করা হয়েছে। তবে আমার মনে হয়, এটি ফেক ভিডিও।
ঘটনা সম্পর্কে জানতে ইউসুফ খান পাঠানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন