চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র যাতে কারও হাতে জিম্মি হতে না পারে : আমীর খসরু

তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

দেশকে জিম্মি করে কারও স্বার্থ আদায় করতে দেওয়া হবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ৩১ দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি। কিন্তু কোনো দলকে তো তাদের কোনো সংস্কার প্রস্তাব নিয়ে যেতে দেখিনি। অনেক নতুন দল দেখছি সংস্কারের কথা বলছে। তারুণ্যের সমাবেশে আজকে ক্রিকেটার তামিমকে দেখে বলতে হচ্ছে, চট্টগ্রামের তরুণরা আজ ছক্কা মেরেছে।

শনিবার (১০ মে) চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

তরুণরা বড় শক্তি দাবি করে আমীর খসরু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণরা। ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের মূল শক্তি ছিলেন তরুণরা। আন্দোলনের কৃতিত্ব তরুণদের দিতে হবে। সেদিন সব নেতাকর্মী প্রাণ দিতে বুক পেতে দিয়েছে। বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লড়াই করেছেন। অধিকারের লড়াই করেছেন। কিন্তু আজ গণতন্ত্র জিম্মি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। মামলায় গ্রেপ্তার এড়াতে পুলিশের ভয়ে ঘরবাড়ি ছেড়ে মাঠে-ঘাটে রাতের পর রাত থেকেছে। মিথ্যা এবং গায়েবি মামলায় জেল খেটেছে. বিনা চিকিৎসায় মারা গেছে; তবুও আন্দোলন থেমে ছিল না। আর সেই গণতন্ত্র যাতে কারও হাতে জিম্মি হতে না পারে সেদিকে তরুণদের সোচ্চার হতে হবে।

বিএনপির এ নেতা বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের যে পরিবর্তন এসেছে তা ধরে রাখতে হবে। গোঁজামিলের কোনো কথা নেই, দিনের আলোর মতো সব পরিষ্কার। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারও স্বার্থ আদায় করা সম্ভব হবে না। দেশকে জিম্মি করে কারও স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না।

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের আরও সহনশীল হতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের চিন্তা করতে হবে। এ ৩১ দফার মাধ্যমে আমরা সবার মেনডেট চাইব। আমরা বাংলাদেশে নতুন সংস্কৃতি করতে চাই।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়েছেন। সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নিয়েছেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

১০

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১১

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১২

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১৩

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৪

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৫

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৬

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৭

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৮

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৯

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

২০
X