গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে অপহরণের ঘটনায় আটক ৩

প্রেমিককে মারধর করে স্কুলছাত্রী প্রেমিকাকে অপহরণের ঘটনায় আটক তিন যুবক। ছবি : কালবেলা
প্রেমিককে মারধর করে স্কুলছাত্রী প্রেমিকাকে অপহরণের ঘটনায় আটক তিন যুবক। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে প্রেমিককে মারধর করে স্কুলছাত্রী প্রেমিকাকে অপহরণের ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ ছাড়া অপহরণের শিকার স্কুলছাত্রী প্রেমিকাকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) গৌরীপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমের মৃত আহাম্মদ আলীর ছেলে খোকন মিয়া (৩০), পৌরশহরের নতুন বাজারের সুরুজ মিয়ার ছেলে মো. রাব্বি মিয়া (২০) ও দেলোয়ার হোসেনের ছেলে রায়হান উদ্দিন (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। এক মাস আগে মোবাইল ফোনে নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্কুলছাত্রীর। আনোয়ার হোসেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার মো. ইয়াকুব আলীর ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। প্রেমের টানে ঘর ছেড়ে আসা স্কুলছাত্রীকে নিয়ে আনোয়ার শুক্রবার (৯ মে) আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনযোগে চট্টগ্রাম যাওয়ার জন্য গৌরীপুর জংশনে আসেন।

আরও জানা গেছে, স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে যাওয়ায় প্রেমিক যুগল স্টেশনে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় খোকন নামে এক যুবক সেখানে এসে প্রেমিক যুগলকে জেরা শুরু করেন। এরপর খোকনের সঙ্গে যোগ হয় রাব্বি ও রায়হান নামের আরও দুজন। তারা আনোয়ার হোসেনকে মারধর করে স্কুলছাত্রীকে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলার একটি কক্ষ থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে ও তিনজনকে আটক করে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, প্রেমের টানে ঘর ছেড়েছি। চট্টগ্রামের ট্রেন মিস করায় আমরা রাতের বেলায় স্টেশনে অবস্থান করছিলাম। রাত ৩টার দিকে আমাকে মারধর করে অচেনা যুবকরা মেয়েটিকে নিয়ে যায়। পরে আমি ছাড়া পেয়ে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে বিষয়টি জানাই।

আটক হওয়া খোকন মিয়া সাংবাদিকদের জানান, রাতে স্টেশনে ছেলে-মেয়েকে বসে থাকতে দেখে আমি পরিচয় জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী দাবি করে। এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে ছেলেটা তার স্বামী নয়, প্রেমের সম্পর্কে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। পরে আমি মেয়ের বাবাকে মোবাইলে যোগাযোগ করলে তিনি মেয়েটিকে হেফাজতে রাখার অনুরোধ জানান। সে অনুরোধে মেয়েকে নিয়ে যাই। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের না জানিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়ায় আমার ভুল হয়েছে।

স্কুলছাত্রী বলেন, আনোয়ার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে গৌরীপুর এসেছি। স্টেশনে রাতে দুজন বসেছিলাম। তখন কয়েকজন এসে আনোয়ারকে মারধর করে। আমাকে সেখান থেকে অন্যস্থানে নিয়ে যায় তারা।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবুল কালাম বলেন, স্টেশনে অপেক্ষমাণ যাত্রীকে শারীরিক নির্যাতন ও নারী যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রেমিক যুগল ও আটক যুবকদের ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়েছে। মেয়েটির বাবা এসেছে। মেয়েটিও তার বাবার সঙ্গে চলে যেতে ইচ্ছুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাকাউন্টসে নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন

এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিলিং বিভাগ অফিসার নেবে আকিজ বশির গ্রুপ

রাজধানীতে আজ কোথায় কী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

জাপানে সুনামির সব সতর্কতা প্রত্যাহার

ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

১০

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

১১

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

১২

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

১৩

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

১৪

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

১৫

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

১৬

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

১৭

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১৮

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১৯

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

২০
X