ময়মনসিংহের গৌরীপুরে প্রেমিককে মারধর করে স্কুলছাত্রী প্রেমিকাকে অপহরণের ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ ছাড়া অপহরণের শিকার স্কুলছাত্রী প্রেমিকাকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) গৌরীপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন- উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমের মৃত আহাম্মদ আলীর ছেলে খোকন মিয়া (৩০), পৌরশহরের নতুন বাজারের সুরুজ মিয়ার ছেলে মো. রাব্বি মিয়া (২০) ও দেলোয়ার হোসেনের ছেলে রায়হান উদ্দিন (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। এক মাস আগে মোবাইল ফোনে নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্কুলছাত্রীর। আনোয়ার হোসেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার মো. ইয়াকুব আলীর ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। প্রেমের টানে ঘর ছেড়ে আসা স্কুলছাত্রীকে নিয়ে আনোয়ার শুক্রবার (৯ মে) আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনযোগে চট্টগ্রাম যাওয়ার জন্য গৌরীপুর জংশনে আসেন।
আরও জানা গেছে, স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে যাওয়ায় প্রেমিক যুগল স্টেশনে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় খোকন নামে এক যুবক সেখানে এসে প্রেমিক যুগলকে জেরা শুরু করেন। এরপর খোকনের সঙ্গে যোগ হয় রাব্বি ও রায়হান নামের আরও দুজন। তারা আনোয়ার হোসেনকে মারধর করে স্কুলছাত্রীকে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলার একটি কক্ষ থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে ও তিনজনকে আটক করে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, প্রেমের টানে ঘর ছেড়েছি। চট্টগ্রামের ট্রেন মিস করায় আমরা রাতের বেলায় স্টেশনে অবস্থান করছিলাম। রাত ৩টার দিকে আমাকে মারধর করে অচেনা যুবকরা মেয়েটিকে নিয়ে যায়। পরে আমি ছাড়া পেয়ে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে বিষয়টি জানাই।
আটক হওয়া খোকন মিয়া সাংবাদিকদের জানান, রাতে স্টেশনে ছেলে-মেয়েকে বসে থাকতে দেখে আমি পরিচয় জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী দাবি করে। এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে ছেলেটা তার স্বামী নয়, প্রেমের সম্পর্কে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। পরে আমি মেয়ের বাবাকে মোবাইলে যোগাযোগ করলে তিনি মেয়েটিকে হেফাজতে রাখার অনুরোধ জানান। সে অনুরোধে মেয়েকে নিয়ে যাই। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের না জানিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়ায় আমার ভুল হয়েছে।
স্কুলছাত্রী বলেন, আনোয়ার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে গৌরীপুর এসেছি। স্টেশনে রাতে দুজন বসেছিলাম। তখন কয়েকজন এসে আনোয়ারকে মারধর করে। আমাকে সেখান থেকে অন্যস্থানে নিয়ে যায় তারা।
গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবুল কালাম বলেন, স্টেশনে অপেক্ষমাণ যাত্রীকে শারীরিক নির্যাতন ও নারী যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রেমিক যুগল ও আটক যুবকদের ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়েছে। মেয়েটির বাবা এসেছে। মেয়েটিও তার বাবার সঙ্গে চলে যেতে ইচ্ছুক।
মন্তব্য করুন