চট্টগ্রামের সীতাকুণ্ডে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। এ সময় আরও দুটি নৌকাবোঝাই শতাধিক রোহিঙ্গা পালিয়ে যায়। সোমবার (১২ মে) দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।
আটকৃত রোহিঙ্গারা জানায়, নোয়াখালী ভাসানচর থেকে তারা কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় দালাল চক্র তাদেরকে নৌকা করে সমুদ্র উপকূলে নামিয়ে দেয়। তাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে।
ভাটিয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার জানান, দুপুরে ৩টি ইঞ্জিনচালিত নৌকা করে প্রায় শতাধিক রোহিঙ্গা সমুদ্র উপকূলে আসে। পরে একটি নৌকা থেকে তাদের নামতে দেখে স্থানীয়রা স্থানীয়রা আটক করে।
এ সময় আরও দুই নৌকায় অপেক্ষারত রোহিঙ্গারা দ্রুত পালিয়ে যায়। পরে তারা আটক হওয়াদের উপকূলে একটি পরিত্যক্ত শিপ ইয়ার্ডে বসিয়ে রেখে থানায় খবর দেওয়া হয়। এ সময় স্থানীয়দের উদ্যোগে তাদের জন্য দুপুরের খাওয়ার আয়োজনও ছিল।
এ সময় আটকৃত রোহিঙ্গারা জানায়, নোয়াখালীর ভাসানচরে যারা আছেন তাদের তুলনায় কক্সবাজারের টেকনাফে যারা অবস্থান করছেন তারা অনেক ভালো আছে। তাই আমরা একটি দালাল চক্রের মাধ্যমে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যেতে চেয়েছিলাম।
দালালদের সঙ্গে প্রত্যেককে টেকনাফে পৌঁছে দেওয়া সাত হাজার টাকা চুক্তি হয়। রোববার রাতে তারা ভাসানচর থেকে তারা দালালদের মাধ্যমে বের হয়ে যায়। সোমবার দুপুরে ভাটিয়ারী সমুদ্র উপকূল আসলে দালালরা স্থানীয়দের দেখতে পেয়ে একটি নৌকায় রোহিঙ্গাদের রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করে হচ্ছে।
মন্তব্য করুন