শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

৩২ বছর পর আসামিদের অব্যাহতি, প্রতিবাদে সড়কে স্থানীয়রা

বহুল আলোচিত চোখ উপড়ে ফেলা মামলায় সব আসামির অব্যাহতিতে প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। ছবি : কালবেলা
বহুল আলোচিত চোখ উপড়ে ফেলা মামলায় সব আসামির অব্যাহতিতে প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। ছবি : কালবেলা

৩২ বছর আগে শরীয়তপুরে ঘটে যাওয়া বহুল আলোচিত চোখ উপড়ে ফেলা মামলায় সম্প্রতি আদালত থেকে সব আসামিকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সড়কে নেমেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

জানা গেছে, ১৯৯২ সালে নৃশংস এ ঘটনায় ছয়জনকে নির্মমভাবে নির্যাতন করে তাদের চোখ উপড়ে ফেলা হয়। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে মামলাটি চলমান থাকার পর, সম্প্রতি আদালত সব আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। এ রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মামলাটি পুনরায় তদন্তের দাবিতে গত দু’দিন ধরে উত্তাল মোল্লার হাট এলাকা।

রোববার (১২ মে) সকালে ভেদরগঞ্জ উপজেলার মোল্লার হাট বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এটি ন্যায়ের চরম পরাজয়। আমরা সুবিচার চাই। এই নৃশংস ঘটনার সুষ্ঠু পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরাও। বক্তারা দ্রুত উচ্চ আদালতে আপিলের আহ্বান জানান এবং এ ঘটনার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের একজন সদস্য জালাল উদ্দীন জুলফিকার বলেন, আমাদের জীবন আজও থমকে আছে ওই দিনের ঘটনায়। ৩২ বছর ধরে যে অপেক্ষা করেছি ন্যায়ের আশায়, আজ সেই আশার বাতি নিভে গেল। এটা কি আমাদের প্রাপ্য ছিল?

স্থানীয় এক যুবক মঈনুল ইসলাম অনিম বলেন, এটি কেবল একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই বিচারহীনতার বার্তা। এই ঘটনায় যারা জড়িত, তাদের শাস্তি না হলে ভবিষ্যতে আরও বড় অপরাধে উৎসাহ পাবে অপরাধীরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই রায় প্রমাণ করে, আমাদের বিচার ব্যবস্থায় এখনো প্রভাবশালী অপরাধীরা পার পেয়ে যায়। আমরা সরকারের কাছে এই মামলার পুনঃতদন্ত ও উচ্চ আদালতে পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছি।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেন। কর্মসূচি থেকে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

১০

আলজাজিরার বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা

১১

সুইডেনের তৃতীয় সারির ক্লাবের কারণে বদলালো অফসাইডের নিয়ম

১২

ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৩

সারা দেশের ভারি বৃষ্টির পূর্বাভাস

১৪

মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বাবা, সরকারি চাকরিতে ছেলের জন্মসাল ৮৩

১৫

এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে ইরান?

১৬

কেন হঠাৎ মৃত্যু হয়? 

১৭

ইরান-ইসরায়েল সংঘাত কি প্রভাব ফেলবে ফিফা ক্লাব বিশ্বকাপে?

১৮

অফিস খুলছে কাল, রাজধানীর পথে বাড়ছে চাপ 

১৯

মধ্যপ্রাচ্যে সব মার্কিন সাম‌রিক ঘাঁ‌টি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র

২০
X