নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সভায় যোগ দিলেন সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম।

পিরোজপুরের নেছারাবাদে শেখ হাসিনার ছবিতে হা হা রিয়্যাক্ট দেওয়া ছাত্রদলকর্মীকে পেটানো সেই ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলামকে ছাত্রদলের সমাবেশ পূর্ব এক প্রস্তুতি সভায় দেখা গেছে।

রোববার (১১ মে) বিকেলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের এক পূর্ব প্রস্তুতি সভায় ওই ছাত্রলীগ নেতাকে যোগ দিতে দেখা গেছে।

নেছারাবাদ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের পদ-পদবি ভাগাতে তিনি তদবির চালাচ্ছেন নানা মহলে। তবে, এখনও সেই তদবিরে সাড়া না পেয়ে ছাত্রদলের প্রোগ্রামে তার যোগ দেওয়ার মূল কারণ বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগীরা।

ছাত্রদল কর্মী পেটানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক। নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন কমিটির দলীয় প্যাড থেকে তার পদবি নিশ্চিত হওয়া গেছে। তিনি জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মো. সাইদুল হাওলাদারের ছেলে।

সমুদয়কাঠি ইউনিয়নের ছাত্রদল নেতা মো. সিয়াম শেখ অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার ছবি ফেসবুকে পোস্ট করেছিল রিয়াদুল ইসলাম। সেই ছবিতে আমি হা হা রিয়্যাক্ট দিয়েছিলাম। তাতে রিয়াদুল ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সমুদয়কাঠি বাজারে বসে আমাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালায়। হামলায় আমিসহ হাসান ও রিয়ান বেশ আহত হয়েছে। তাদের হামলায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়েছিল।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হয়ে ছাত্রদলের কর্মী পিটিয়ে কীভাবে ছাত্রদলের সভায় আসলেন জানতে চাইলে রিয়াদুল বলেন, আমার পোলাপান চাইছিল। আমিসহ অন্যান্য পোলাপান ওখানে গিয়েছিলাম। পরে আবার চলে আসছি।

এছাড়াও তিনি বলেন, একদল করে আরেক দলের প্রোগ্রামে গেলে দোষের কী?

সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম কালবেলাকে বলেন, রিয়াদুল ইসলাম ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক। তাকে উপজেলায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সভায় একবার দেখেছি। সে কীভাবে ওই সভায় যোগদান করল, বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করি। সে আসলে ওই জায়গায় কোনো হামলা করতে বা অন্যকিছু করতে গিয়েছিল কিনা জানা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া ইরানি হাজিদের ব্যাপারে সৌদি বাদশাহর নির্দেশ

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ঢুকেছে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

১০

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

১১

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

১৩

আলজাজিরার বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা

১৪

সুইডেনের তৃতীয় সারির ক্লাবের কারণে বদলালো অফসাইডের নিয়ম

১৫

ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৬

সারা দেশের ভারি বৃষ্টির পূর্বাভাস

১৭

মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বাবা, সরকারি চাকরিতে ছেলের জন্মসাল ৮৩

১৮

এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে ইরান?

১৯

কেন হঠাৎ মৃত্যু হয়? 

২০
X