কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে।
শনিবার (১৭ মে) খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মীরা এ সমাবেশে কর্মসূচিতে অংশ নেন।
বিশাল এ জনসভায় আসা নেতাকর্মীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খুলনা মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর সালেহ পলাশের নেতৃত্বে শতাধিক চিকিৎসকের মেডিকেল ক্যাম্প নজর কেড়েছে।
খুলনা মেডিকেল কলেজ ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মো. তাজরুল ইসলাম তাজের সার্বিক পরিচালনায় বিশেষজ্ঞ চিকিৎসকসহ শতাধিক চিকিৎসক অংশ নেন।
হেলথ ক্যাম্প থেকে ২ হাজার বোতলজাত পানি, স্যালাইন, খেজুর এবং জরুরি ওষুধ সরবরাহ করা হয়।
হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন ডা. কামরুল হুদা নিশান, ডা. ছোটন, ডা. পলাশ বিশ্বাস, ডা. শহিদ হাসান, ডা. তাহমিদ আল মাসরুর, খুলনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মো. কামরান হাসান প্রমুখ।
মন্তব্য করুন