রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঞ্চল্যকর কাউসার আহমেদ রকি হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৮ মে) তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে র্যাব। এর আগে শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, পূর্ব বিরোধের জেরে ১ এপ্রিল গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা এলাকায় রকি নামের এক যুবককে প্রকাশ্য দিবালোকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে রুবেল। হাসপাতালে নেওয়ার পথে রকি মারা যায়। ঘটনার পরই রুবেল আত্মগোপন চলে যায়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি একেক সময় একেক এলাকায় আত্মগোপন করেছিলেন। র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন