আগামীকাল শনিবার (১৭ জুন) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষা উপলক্ষে পূর্বঘোষিত পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ওই দিন নির্বিঘ্নে সকল যানবাহন চলাচল করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক ও চুয়েটের উপাচার্যের অনুরোধে আমরা ওই দিনের নির্ধারিত কর্মবিরতি স্থগিত করেছি।
উল্লেখ্য, এর আগে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে ১৭ জুন বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে দায়িত্ব পালনরত পাঁচটি শ্রমিক সংগঠনের ডাকে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম ও চট্টগ্রাম কাপ্তাই সড়কে পরিবহন শ্রমিকরা কর্মবিরতির ডাক দেন।
মন্তব্য করুন